চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

অপরাধ

আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, গ্রেফতার ৩

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ এপ্রিল ১৬, ০৫:১৫ অপরাহ্ন

কক্সবাজারের মহেশখালী থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ ৩ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। গ্রেফতারকৃতরা হলো- ইমতিয়াজ ওয়াসিম ফিরোজ (২৪), পিতা- দেরায়েত উল্লাহ বাদশা, সাং- মোহরাকাটা, মো. আবু বক্কর সিদ্দিক (২৪), পিতা- নুরু হোসাইন, সাং- ফকিরাকাটা এবং মো. সুমন (২৩), পিতা-করম বকশু, সাং- বড়ঢেইল, সর্ব থানা- মহেশখালী, জেলা- কক্সবাজার।

 

১৫ এপ্রিল সোমবার রাতে বিশেষ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কক্সবাজার জেলার মহেশখালী থানাধীন বড় মহেশখালী পাকারাস্তা এলাকা থেকে এসব অস্ত্র ও মাদক কারবারিদের আটক করা হয়।  পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদ এবং  তল্লাশীকালে তাদের হেফাজতে থাকা প্লাষ্টিকের বস্তা থেকে ৬ টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ৮ রাউন্ড কার্তুজ উদ্ধারসহ আসামিদের গ্রেফতার করা হয়।

 

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা কক্সবাজার জেলার মহেশখালী থানা এলাকায় সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন ধরনের রাহাজানি, চাঁদাবাজি, জমি দখল সংক্রান্ত অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করাসহ অপরাধ চক্রের সক্রিয় সদস্য মর্মে স্বীকার করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ কক্সবাজার জেলার মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।


- মা.ফা.

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video