চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

স্বাস্থ্য

বেঁধে দেওয়া সময়ের মধ্যে বৈধ কাগজপত্র দেখাতে না পারলে স্থায়ীভাবে বন্ধ করা হবে জননী ক্লিনিক্যাল ল্যাব, মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার ও করেরহাট ডিজিটাল ল্যাব।

মিরসরাইয়ে ৩ ডায়াগনষ্টিক সেন্টার বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২২ আগস্ট ৩১, ১১:২৪ পূর্বাহ্ন
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিনহাজ উদ্দিনের নেতৃত্বে মিরসরাই উপজেলায় ৭ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান।

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সারাদেশের পাশাপাশি মিরসরাইয়েও নিবন্ধন ও বৈধ কাগজপত্র না থাকাসহ অবৈধভাবে পরিচালনা করার দায়ে ৩ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষনা করেছে স্বাস্থ্য বিভাগ।

 

৩০ আগষ্ট মঙ্গলবার চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ৭ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর প্রসাদ বিশ্বাস ও মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মো. আরিফুল ইসলামের সহযোগিতায় দিনব্যাপী এ অভিযানে নেতৃত্ব দেন মিরসরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিনহাজ উদ্দিন।  

 

অভিযানে স্বাস্থ্য অধিদপ্তরের নিবন্ধনসহ বিভিন্ন বৈধ কাগজপত্র নবায়ন না থাকায় বারইয়ারহাট বাজারে অবস্থিত জননী ক্লিনিক্যাল ল্যাব, মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার ও করেরহাট বাজারে অবস্থিত করেরহাট ডিজিটাল ল্যাব বন্ধ ঘোষণা করা হয়।

 

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিনহাজ উদ্দিন বলেন, অভিযানে স্বাস্থ্য অধিদপ্তরের নিবন্ধন সহ বিভিন্ন বৈধ কাগজপত্র না থাকায় হাসপাতালসহ ৩টি প্রতিষ্ঠানকে সাময়িক বন্ধ ঘোষনা করা হয়েছে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে বৈধ কাগজপত্র দেখাতে না পারলে স্থায়ীভাবে বন্ধ করা হবে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।

 

- নাছির উদ্দিন/মিরসরাই

 

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video