চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩২২টি করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।এই ভাইরাসের নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক ৩১ শতাংশ।নতুন আক্রান্ত ব্যক্তি নগরের বাসিন্দা।
বুধবার (৩০ মার্চ) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়। এ সময়ে অ্যান্টিজেন টেস্ট সহ ১৩টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।
চট্টগ্রামে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬২৬ জন। এর মধ্যে নগরে ৯২ হাজার ৯০ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৫৩৬ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৩৬২ জনের। এর মধ্যে নগরে ৭৩৪ জন এবং উপজেলায় ৬২৮ জন।
মন্তব্য করুন