চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

স্বাস্থ্য

অধ্যাপক (ডা.) আশীষ দে সভাপতি, ডা. আনিসুল আউয়াল সাধারণ সম্পাদক ও ডা. আবুল হোসেন শাহীন সাংগঠনিক সম্পাদক

চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেন্শনাল কার্ডিওলজির নতুন কার্যকরী কমিটি

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২২ অক্টোবর ০১, ১২:৩৬ অপরাহ্ন
চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেন্শনাল কার্ডিওলজি (সিএসআইসি)-এর নতুন কার্যকরী কমিটি নেতৃবৃন্দ।

চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেন্শনাল কার্ডিওলজি (সিএসআইসি)-এর কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩০ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় নগরীর জিইসি মোড়স্থ একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতিত্ব করেন অধ্যাপক (ডা.) প্রবীর কুমার দাশ।

 

ডা. আবুল হোসেন শাহীনের সঞ্চালনায় এতে সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বারোপ করেন অধ্যাপক (ডা.) শেখ হাসান মামুন, অধ্যাপক (ডা.) এম রউফ, অধ্যাপক (ডা.) আবু তারেক ইকবাল, অধ্যাপক (ডা.) আবদুল মোত্তালেব, অধ্যাপক (ডা.) আশীষ দে, ডা. মো. ইব্রাহিম চৌধুরী, ডা. মো. নুর উদ্দিন তারেক, ডা. আনিসুল আউয়াল, ডা. সাগর চৌধুরী, ডা. রিজোয়ান রেহান, ডা. জহির উদ্দিন মো. ইলিয়াছ, ডা. নুর উদ্দিন জাহাঙ্গীর সেলিম, ডা. বিপ্লব ভট্টাচার্য, ডা. সালেহ উদ্দিন সিদ্দিকী উজ্জ্বল, ডা. সাইফুর রহমান সোহেল, ডা. রাজীব দে, ডা. সালমা নাহিদ, ডা. খোরশেদ আলম, ডা. এমরান হোসেন, ডা. শ্রীপতি ভট্টাচার্য, ডা. আবদুল হামিদ, ডা. শওকত হোসেন ও এসিআইর অ্যাসিসট্যান্ট প্রোডাক্ট ম্যানেজার নেয়ামুল ইসলাম।

 

কাউন্সিল শেষে সর্বসম্মতিক্রমে অধ্যাপক (ডা.) আশীষ দে সভাপতি, ডা. আনিসুল আউয়াল সাধারণ সম্পাদক ও ডা. আবুল হোসেন শাহীনকে সাংগঠনিক সম্পাদক করে ২০২২-২০২৩ সাল (এক বছর) মেয়াদের জন্য ২৩ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেন্শনাল কার্ডিওলজি (সিএসআইসি)-এর নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।

- মা.সো

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video