চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

স্বাস্থ্য

সারাদেশে ১৩ হাজার ৫’শ কমিউনিটি ক্লিনিক রয়েছে। এসকল কমিউনিটি ক্লিনিকে ৩০ ধরণের ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়ে থাকে। প্রতি মাসে প্রায় ৯০ লক্ষ মানুষ কমিউনিটি ক্লিনিক থেকে সেবা নেন।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৩ এপ্রিল ০৮, ০১:৫২ অপরাহ্ন
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় আয়োজিত র‌্যালিতে নেতৃত্ব দিচ্ছেন প্রধান অতিথি চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

স্বাস্থ্যসেবা মানুষের অন্যতম মৌলিক চাহিদা। সুস্বাস্থ্য নিশ্চিত করতে হলে নিজেকে সচেতন হতে হবে। এ ক্ষেত্রে জাঙ্ক ও ফাস্ট ফুড পরিহারের কোন বিকল্প নেই। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।  

 

৭ এপ্রিল শুক্রবার বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা-ইপসা, এফপিএবি ও সীমান্তিকর সহযোগিতায় জেলা সিভিল সার্জন কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে সবার জন্য স্বাস্থ্য

 

এ উপলক্ষ্যে আলোচনা সভার পূর্বে সিভিল সার্জনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। চিকিৎসক, নার্স, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ র‌্যালিতে অংশগ্রহণ করেন।

 

প্রধান অতিথি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে সেবা প্রদানে আমাদেরকে আরও বেশি মনোযোগী হতে হবে। তাদের সেবাদানের লক্ষ্যে বর্তমান প্রধানমন্ত্রী সারাদেশে ১৩ হাজার ৫শ কমিউনিটি ক্লিনিক করে দিয়েছেন। কমিউনিটি ক্লিনিকে ৩০ ধরণের ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়ে থাকে। প্রতি মাসে প্রায় ৯০ লক্ষ মানুষ কমিউনিটি ক্লিনিক থেকে সেবা নেন। চট্টগ্রাম জেলায়ও ৫৩৭টি কমিউনিটি ক্লিনিক চালু রয়েছে।

 

সিভিল সার্জন আরও বলেন, শুধু শারীরিক নয়, আমাদেরকে সামাজিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে। আগামী ২০৩০ সালে এসডিজির গোল অর্জনে সর্বত্র স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সবারই দায়িত্ব রয়েছে। সকলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করে সুখী-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

 

ডেপুটি সিভিল সার্জন ডা. মো. ওয়াজেদ চৌধুরী অভির সভাপতিত্বে ও জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য দিবসের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. মো. নওশাদ খান, এমওডিসি ডা. মো. নুরুল হায়দার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা থোয়াই নু মং মার্মা, প্রধান সহকারী এসএম সাহিদুল ইসলাম ও বেসরকারী এনজিও সংস্থা-সীমান্তিকর প্রোগ্রাম অফিসার সলিম উল্লাহ। সিভিল সার্জন কার্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী ও এনজিও প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।


- মা.ফা.

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video