চট্টগ্রাম রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

স্বাস্থ্য

চট্টগ্রাম জেলায় ৩ লক্ষ ৬৮ হাজার মানুষকে টিকা দেয়ার লক্ষ্যে সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগ।

কোভিড বুস্টার দিবসে চট্টগ্রামে দেওয়া হবে ৩ লক্ষ ৬৮ হাজার টিকা

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২২ জুলাই ১৬, ০১:৫৭ অপরাহ্ন
করোনার চলমান চতুর্থ ঢেউয়ে আক্রান্ত ব্যাক্তির শারীরিক ক্ষতি হ্রাসে আগামী ১৯ জুলাই পালন করা হবে কোভিড বুস্টার ভ্যাকসিন দিবস।

করোনার চলমান চতুর্থ ঢেউয়ে আক্রান্ত ব্যাক্তির শারীরিক ক্ষতি হ্রাসে আগামী ১৯ জুলাই পালন করা হবে কোভিড বুস্টার ভ্যাকসিন দিবস। এদিন চট্টগ্রাম জেলায় ৩ লক্ষ ৬৮ হাজার মানুষকে টিকা দেয়ার লক্ষ্যে সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগ।


অতীতের অভিজ্ঞতায় আমরা দেখেছি, একইদিনে অনেক মানুষকে টিকা দেয়ার পরিকল্পনা অনেক বেশি কার্যকর হয়। এ কারণেই কোভিডের চলমান প্রকোপের মধ্যে আমরা বুস্টার ডোজ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছি। আমরা প্রতিটি ইউনিয়নকে টার্গেট করেছি। এখানে কমিউনিটি ক্লিনিককে আমরা টিকাকেন্দ্র হিসেবে বেছে নেবো। যেখানে কমিউনিটি ক্লিনিক নেই সেখানে ইপিআই কর্মসূচি পালনের স্থানগুলোকে টিকাকেন্দ্র হিসেবে ব্যবহার করবো। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি করে টিমে ৩/৪ জন করে কাজ করবে। নগরীর ৪৭ হাজার টিকা প্রয়োগের কেন্দ্র ও পরিকল্পনা চূড়ান্ত করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ১৫ জুলাই শুক্রবার কোভিড বুস্টার ভ্যাকসিন দিবস পালন উপলক্ষে বিপুল জনগোষ্ঠীকে একই দিনে বুস্টার ডোজের আওতায় আনার পরিকল্পনা সম্পর্কে গণমাধ্যম কর্মীদের এসব তথ্য দিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী।

 

চট্টগ্রাম সিভিল সার্জন গণমাধ্যম কর্মীদের আরো জানান, কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেয়ার পর যাদের চার মাস সময় অতিবাহিত হয়েছে তারা বুস্টার ডোজ নিতে পারবেন। এর মধ্যে কোভিডের সংক্রমণ কমে যাওয়ায় অনেকে বুস্টার নেয়া থেকে বিরত ছিলেন। এখন চতুর্থ ঢেউয়ের প্রকোপ বাড়ায় টিকা নেয়ারও আগ্রহ বাড়ছে। বুস্টারের পাশাপাশি কোভিড ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজও দেয়ার সুযোগ রয়েছে জানিয়ে তিনি বলেন, করোনার ভ্যাকসিন যারা এখনো গ্রহণ করেননি তাদেরকে পর্যায়ক্রমে টিকাগুলো গ্রহণ করার জন্য স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। ভ্যাকসিন করোনার সংক্রমণ শতভাগ ঠেকাতে না পারলেও সংক্রমণের পর শারীরিক ক্ষতি অনেক কমাতে পারে। যাদের অন্যান্য রোগ আগে থেকে শরীরে বাসা বেঁধেছে তাদের এ বুস্টার বা প্রতিটি ভ্যাকসিন ডোজ অপরিহার্য।

জেলা সিভিল সার্জনের তথ্যসূত্রে আরো জানা যায়, চট্টগ্রাম জেলার ১৫ উপজেলা ও নগরীতে আগামী মঙ্গলবার কোভিড-১৯ প্রতিরোধক তৃতীয় ডোজ ভ্যাকসিন বুস্টার প্রদান করা হবে। একইদিন ১৫ উপজেলার ২০০ ইউনিয়নের ৬০০ ওয়ার্ডে ৫০০ ডোজ করে ৩ লক্ষ বুস্টার ডোজ দেয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। এতে ১৪ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেড় হাজার করে ২১ হাজার টিকা প্রদানের পরিকল্পনা নেয়া হয়েছে। প্রতি উপজেলায়  স্বাস্থ্য কমপ্লেক্সের তিনটি করে টিম কাজ করবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার জন্য বরাদ্দ করা হয়েছে ৪৭ হাজার ডোজ বুস্টার।

 

- মাইশা ফাইরোজ /  মনজু জে হোসাইন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video