চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

স্বাস্থ্য

কুমিল্লায় ৫ থেকে ১১ বছরের শিশুদের কোভিড টিকা ক্যাম্পেইনের কার্যক্রম শুরু

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ আগস্ট ৩০, ০৬:৪৩ অপরাহ্ন
কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার ৫ থেকে ১১ বছরের শিশু শিক্ষার্থী, ভাসমান পথশিশুসহ সকল শিশুকে বিনামূল্যে কোভিড-১৯ এর টিকা প্রদান ক্যাম্পেইন কার্যক্রমের শুভ উদ্বোধন।

কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার ২৭টি ওয়ার্ডের ৫ থেকে ১১ বছরের শিশু শিক্ষার্থী, ভাসমান পথশিশুসহ সকল শিশুকে বিনামূল্যে কোভিড-১৯ এর টিকা প্রদান ক্যাম্পেইন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। গত ২৫ আগষ্ট থেকে টিকাদান শুরু হলেও আরো ব্যাপকভাবে প্রচার-প্রসার সচেতনতা ও জনসম্পৃক্ততা বাড়ানোর প্রয়াসে জেলা তথ্য অফিস এ উদ্যোগ গ্রহণ করে।

 

ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় এবং কুমিল্লা জেলা তথ্য অফিসের আয়োজনে নগর ভবনের অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে প্যানেল মেয়র মো. হাবীবুর আল আমিন সাদি উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে রঙিন বেলুন উড়িয়ে প্রচার কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

 

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উপ-সচিব ড. সফিকুল ইসলামের সভাপতিত্বে ও জেলার সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নুরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল মান্নান, সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা প্রকৌশলী আবু সায়েম ভূইয়া, মেডিকেল অফিসার চন্দনা রানী দেবনাথ, ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার উপপরিচালক আবদুল্লাহ আল মামুন, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাপ্তাহিক অভিবাদন পত্রিকার সম্পাদক আবুল হাসানাত বাবুল, কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদ, হাজী গোলাম সারোয়ার শিপন, কাজী গোলাম কিবরিয়া, আবদুস সাত্তার, নাসির উদ্দিন, নূর জাহান আলম পুতুলসহ কাউন্সিলরবৃন্দ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

 

কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার ২৭টি ওয়ার্ডে কোন শিশু যেন টিকা নেয়া থেকে বাদ না পড়ে এ বিষয়ে ব্যাপক প্রচার ও পথ সভা আয়োজন করবে কুমিল্লা জেলা তথ্য অফিস।

- মা.সো

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video