আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে গাছের কোনো
বিকল্প নেই। সুন্দর ও দূষণমুক্ত পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সবাইকে বেশি বেশি করে গাছ লাগাতে
হবে। এপিক হেলথ কেয়ারের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোধনী অনুষ্ঠানে এসব কথা
বলেন এপিক হেলথ কেয়ারের ম্যানেজিং ডিরেক্টর এস.এম আবু সুফিয়ান।
‘বৃক্ষরোপণ, কমাবে
দূষণ’
এই
প্রতিপাদ্য নিয়ে এপিক হেলথ কেয়ারের উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি।
কর্পোরেট বিজনেস এবং ব্র্যান্ড ম্যানেজমেন্ট ও এইচআর ডিপার্টমেন্টের যৌথ আয়োজনে ৩
অগাস্ট চট্টগ্রাম নগরীর ফজলুল কাদের রোডস্থ কর্পোরেট অফিস প্রাঙ্গণে সপ্তাহব্যাপী
এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোধন করেন এপিক হেলথ কেয়ারের ম্যানেজিং ডিরেক্টর এস.এম আবু
সুফিয়ান।
উদ্ভোধনী অনুষ্ঠানে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা
তুলে ধরে বক্তব্য রাখেন, এপিক হেলথ কেয়ারের এক্সিকিউটিভ ডিরেক্টর (সেলস এন্ড মার্কেটিং)
টি এম হান্নান, এজিএম (সেলস এন্ড মার্কেটিং) আমিরুল ইসলাম, এজিএম (এডমিন এন্ড এইচআর)
তারেক হোসেন, সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার (এইচআর) রেজাউল করিম, এসিস্ট্যান্ট ম্যানেজার
(কর্পোরেট বিজনেস এন্ড ব্র্যান্ড) জহির রায়হান, এসিস্ট্যান্ট ম্যানেজার (কাস্টমার
সার্ভিস) হেলাল উদ্দিন প্রমুখ।
এসময় এপিক হেলথ কেয়ারের বিভিন্ন ডিপার্টমেন্টের কর্মকর্তা-কর্মচারীদের বনজ ও ফলজ গাছের চারা প্রদান করা হয়। কোম্পানীর বাছাইকৃত কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ এলাকায় সপ্তাহব্যাপী এই কার্যক্রম চলবে।
- মাঈন উদ্দিন সোহেল
মন্তব্য করুন