চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

স্বাস্থ্য

অসহায়-দরিদ্র মহিলাদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জিপিএইচ ইস্পাতের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

অসহায়-দরিদ্র মহিলাদের জিন্য ফ্রি চিকিৎসা সেবা

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২২ আগস্ট ২৯, ০২:২৪ অপরাহ্ন
অসহায়-দরিদ্র মহিলাদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধনে বক্তব্য রাখছেন জিপিএইচ ইস্পাতের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

জাতীয় শোক দিবস উপলক্ষে জিপিএইচ প্রথমবারের মতো মহিলাদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। এতে আমাদের প্ল্যান্ট এলাকাসহ আশেপাশের বিভিন্ন গ্রামের মহিলাদের চিকিৎসা-সেবা দেবেন চট্টগ্রাম মেডিকেল কলেজের গাইনি ও মেডিসিন বিভাগের দুজন অভিজ্ঞ মহিলা ডাক্তার। অসহায়-দরিদ্র মহিলাদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধনের সময় জিপিএইচ ইস্পাতের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ কথা বলেন।

২৮ আগস্ট রবিবার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরায় দেশের শীর্ষ লৌহপণ্য নির্মাতা প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেড আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে কুমিরার প্ল্যান্ট ও তার পার্শ্ববর্তী এলাকার কয়েকশত অসহায়, দরিদ্র মহিলাদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।


এসময় জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল বলেন, মানুষের সেবায় সবসময়ই জিপিএইচ কাজ করে চলেছে। এর সবচাইতে বড় নজির হলো করোনার সময় দেশের প্রত্যন্ত এলাকায় বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বিতরণ। যা বহু মানুষের প্রাণ বাঁচিয়েছে।


জিপিএইচ ইস্পাতের নির্বাহী পরিচালক (প্ল্যান্ট) মাদানি এম ইমতিয়াজ হোসেন, লজিস্টিকস ও সিকিউরিটি এডভাইজার কর্নেল (অব.) মোহাম্মদ শওকত ওসমান, চিফ পিপল অফিসার শারমিন সুলতান, উপদেষ্টা সাইকা শেফা এবং হেড অব প্ল্যান্ট (অপারেশনস) মাদুলুরী শ্রীনীবাস রাওসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।


- মা.সো

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video