চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

শিল্প-কারখানা

বগুড়ায় এইচ.এম স্টীল আয়োজিত ‘নির্মাণ বন্ধন’

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ নভেম্বর ২২, ০৭:০৪ অপরাহ্ন
বগুড়া জেলার সকল প্রকৌশলী, ঠিকাদার, রড ব্যবসায়ী ও গ্রাহকদের নিয়ে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখছেন এইচ.এম স্টীল ইন্ডাস্ট্রি লিমিটেডের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ ফারুক আজম।

বগুড়া জেলার সকল প্রকৌশলী, ঠিকাদার, রড ব্যবসায়ী ও গ্রাহকদের নিয়ে মোস্তফা হাকিম গ্রুপের সর্বাধুনিক এবং সর্ববৃহৎ অঙ্গ প্রতিষ্ঠান এইচ.এম স্টীল এন্ড ইন্ডাস্ট্রি লিমিটেড আয়োজন করে মতবিনিময় অনুষ্ঠান নির্মাণ বন্ধন।    

 

১৯ নভেম্বর শনিবার বগুড়ার নওদাপাড়ায় মম ইন হোটেল এন্ড রিসোর্টে এ মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচ.এম স্টীল ইন্ডাস্ট্রি লিমিটেডের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ ফারুক আজম, নির্বাহী পরিচালক এম.ডি সামসুদ্দোহা, ঢাকা বিভাগের জেনারেল ম্যানেজার এম.এ হান্নান আজাদ, প্রধান প্রকৌশলী ইয়াকুব নবী ও বগুড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা।

 

অনুষ্ঠান চলাকালীন চট্টগ্রাম থেকে অনলাইনে যুক্ত হন মোস্তফা হাকিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম। এছাড়াও মতবিনিময় অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি বিভিন্ন অধিদপ্তরের প্রকৌশলী ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে নির্মাণশিল্পে স্টীলের গুরুত্ব ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। এইচ.এম স্টীল এন্ড ইন্ডাস্ট্রি লিমিটেডের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন, বিক্রয় ও বিপণন বিভাগের সহকারী জেনারেল ম্যানেজার মাশরুফ করিম,  ম্যানেজার রাজু আহমেদ, বিজ্ঞাপন বিভাগের সহকারী ম্যানেজার ঝন্টু চৌধুরী ও মান নিয়ন্ত্রণ বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ।


- মা.সো

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video