চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রাজনীতি

প্রধানমন্ত্রী আগামী বছর দুর্ভিক্ষের হুঁশিয়ারি দিয়েছেন আর শ্রমিকরা ইতিমধ্যেই দুর্ভিক্ষে আছে। কারখানা আর অর্থনীতি সচল রাখার স্বার্থেই শ্রমিক-কর্মচারীদের বেতন বাড়াতে হবে।

ন্যুনতম মজুরী ২০ হাজার টাকা করা না হলে কারখানা চালানো যাবেনা

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২২ নভেম্বর ১২, ১১:১১ পূর্বাহ্ন
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা সম্মেলনে বক্তব্য রাখছেন টিইউসি জেলা সাধারণ সম্পাদক মো. মছিউদদৌলা।

দ্রব্যমূল্যের চরম উর্ধ্বগতি রোধে সরকার ব্যর্থ হওয়ায় এখন কারখানা আর অর্থনীতি সচল রাখার স্বার্থেই শ্রমিক-কর্মচারীদের বেতন বাড়াতে হবে। প্রধানমন্ত্রী আগামী বছর দুর্ভিক্ষের হুঁশিয়ারি দিয়েছেন আর শ্রমিকরা ইতিমধ্যেই দুর্ভিক্ষে আছে। এই দুরাবস্থা থেকে শ্রমিকদের উদ্ধার করতে হলে ন্যুনতম ২০ হাজার টাকা মজুরী ও তৎসংশ্লিষ্ট বাড়ীভাড়া, যাতায়াত, চিকিৎসা খরচ প্রদান করতে হবে। গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা সম্মেলন উদ্বোধনকালে কেন্দ্রীয় সভাপতি এড. মন্টু ঘোষ একথা বলেন।

 

১১ নভেম্বর শুক্রবার বিকেলে মোমিন রোড কদমমোবারকস্থ চট্টগ্রাম একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত তৃতীয় চট্টগ্রাম জেলা সম্মেলনে প্রধান অতিথি টিইউসি চট্টগ্রাম জেলার কার্যকরী সভাপতি মৃণাল চৌধুরী বলেন, শ্রমিকদের ওপর অতিরিক্ত শোষণ করে যারা কোটিপতি হয়েছে তারা এখন সাংসদ। এরা শ্রমআইন ২০২২ গায়ের জোরে পাশ করেছে যাতে শতভাগ মালিকের স্বার্থ সংরক্ষিত হয়েছে।

 

বিশেষ অতিথি টিইউসি চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক মো. মছিউদদৌলা বলেন, গার্মেন্টস কারখানায় ট্রেড ইউনিয়ন অধিকার বলে কিছুই নেই। জুলুম, নির্যাতন ও বে-আইনী চাকুরিচ্যুতি করার অস্ত্র হলো ট্রেড ইউনিয়ন করতে না দেয়া। প্রধান বক্তা গার্মেন্ট টিইউসি কেন্দ্রীয় কমিটির সদস্য রাহাতউল্লাহ জাহিদ বলেন, কারখানাগুলোতে চাকুরীর পরিবেশ নেই। নিরাপদ কর্মস্থল ছাড়া উৎপাদন ও বিকাশ সম্ভব নয়।

 

প্রথম অধিবেশনে উদ্বোধন ঘোষণার পর জাতীয় ও সংহতি সঙ্গীত পরিবেশন করে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদ। সম্মেলনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমিতির জেলা সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রমোদ বরণ বড়ুয়া, ক্ষেতমজুর সমিতির জেলা আহ্বায়ক অমৃত বড়ুয়া।

 

সম্মেলনের দুই অধিবেশনে সভাপতিত্ব করেন শ্রমিক নেতা মো. আবু হানিফ। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মঞ্জুর মঈন, সদস্য রাহাতউল্লাহ্ জাহিদ, চট্টগ্রাম জেলা নেতৃবৃন্দ যথাক্রমে নুরুল আবছার লিটন, জাকির হোসেন, রিংকু দে, পূর্ণ দাশ, মো. রাশেদুল ইসলাম, মো. সোলায়মান, মোহাম্মদ আতিক প্রমুখ।

 

সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে রাহাতউল্লাহ জাহিদকে সভাপতি ও নুরুল আবছার লিটনকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম জেলা কমিটি গঠিত হয়।


- মা.সো

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video