চাঁদে অবতরণের জন্য মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা তার নতুন মহাকাশযান স্পেস লঞ্চ সিস্টেমের যাত্রা শুরুর সময় গণনা করছে।
আজ সোমবার স্থানীয় সময় সকাল আটটা তেত্রিশ (বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যে
৬টা তেত্রিশ) মিনিটে রকেটটি উৎক্ষেপণের সময় নির্ধারণ করা হয়েছে।
এসএলএস নাসার তৈরি এপর্যন্ত সবচেয়ে শক্তিশালী মহাকাশ যান।
চাঁদে মানবজাতির অবতরণের পঞ্চাশ বছর পর আবার মানুষকে চন্দ্রপৃষ্ঠে ফিরিয়ে
নিয়ে যাওয়ার এই প্রকল্পটির নাম আর্টেমিস।
নাসার কর্মকর্তারা মনে করছেন, এতে মূল প্রযুক্তিগত কোন ত্রুটি নেই।
এই রকেট একটি ক্যাপসুল বহন করবে। এই ক্যাপসুলের নাম ওরাইয়ন। এই ওরাইয়ন
চাঁদের চারপাশে পরিভ্রমণ করবে।
তবে এই যাত্রায় কোনো মানুষ থাকছে না। যদি সবকিছু পরিকল্পনামাফিক চলে, তবে পরবর্তী মিশনগুলোতে মহাকাশচারীরা যোগ দেবেন।
মন্তব্য করুন