নৌপরিবহন মন্ত্রণালয়
এবং এর দপ্তর/সংস্থার কর্মকর্তা/কর্মচারীদের মধ্যে শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের
লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়। এর অংশ হিসেবে
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার
এডমিরাল এম সোহায়েল কে ২০২২-২৩ অর্থ বছরে তাঁর উল্লেখযোগ্য কাজের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ে
এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার প্রদান করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
এম খালিদ মাহমুদ চৌধুরী, এমপি। এসময় উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোস্তফা
কামাল, নৌপরিবহন মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ
সকল সংস্থা প্রধান এবং চবক এর কর্মকর্তাবৃন্দ।
গৌরবময় কর্মজীবনের
বিভিন্ন স্তরে কর্মদক্ষতার পরিচয় রেখেছেন রিয়ার এডমিরাল এম সোহায়েল। তিনি বাংলাদেশ
নৌবাহিনীর নির্বাহী শাখায় ১ জানুয়ারি ১৯৮৮ সনে কমিশন লাভ করেন। কমিশন পাওয়ার পর তিনি
দেশে-বিদেশে বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করেন। একজন অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার স্পেশালিস্ট
অফিসার হিসেবে তিনি বাংলাদেশ নৌবাহিনীতে অপরিসীম অবদান রেখেছেন। তিনি কানাডা থেকে ওয়ার
গেম সিমুলেশন কোর্সে, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, ঢাকা থেকে নেভাল
স্টাফ কোর্সে এবং ভারতের ডিফেন্স সার্ভিসেস স্টাফ থেকে নেভাল স্টাফ কোর্সে অংশগ্রহণ
করেন।
রিয়ার এডমিরাল এম সোহায়েল গত ২ মে ২০২৩ ইং দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান হিসেবে যোগদান করেন এবং দক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
- মা.ফা.
মন্তব্য করুন