চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বন্দর

চট্টগ্রাম বন্দরের ১৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৩ এপ্রিল ২৬, ১২:১৬ অপরাহ্ন
চট্টগ্রাম বন্দরের ১৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বন্দর দিবসের কেক কাটেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান।

চট্টগ্রাম বন্দরের ১৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে ২৫ এপ্রিল মঙ্গলবার সকালে বন্দর ভবন সম্মুখস্থ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচীর সূচনা করেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান।

 

এরপর চেয়ারম্যান বন্দর কর্তৃপক্ষের সকল সদস্য, বিভাগীয় প্রধান ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বন্দর দিবসের কেক কাটেন। দুপুরে শহীদ মো. ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বন্দরের বিগত দিনের সাফল্য ও উন্নয়নমূলক কার্যক্রমের তথ্যাদি সম্বলিত একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করা হয় এবং চেয়ারম্যান চবক কর্তৃক লিখিত বক্তব্য উপস্থাপন করা হয়।


- মা.ফা.

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video