জাতির পিতা বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস-২০২২
উদযাপন উপলক্ষ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।
১৮ অক্টোবর মঙ্গলবার
সকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম. শাহজাহান,
সকল বিভাগীয় প্রধানসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বন্দর কর্মচারী পরিষদ সভাপতি,
সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে বন্দরভবন প্রাঙ্গণে শহীদ শেখ রাসেলের
প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বন্দরভবন চত্বরে কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত
হয়।
শহীদ শেখ রাসেলের
রুহের মাগফিরাত কামনা করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সকল মসজিদ, মন্দির, বৌদ্ধবিহারে
দোয়া মাহফিল, প্রার্থনার আয়োজন করা হয়। বাদ যোহর বন্দর চেয়ারম্যান চবক সদস্যবৃন্দ,
বিভাগীয় প্রধানগণ এবং সিবিএ নেতৃবৃন্দসহ বন্দর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলে
অংশগ্রহণ করেন।
চট্টগ্রাম বন্দরের
স্কুল, কলেজ ও মাদ্রাসায় শেখ রাসেল দিবস-২০২২ উপলক্ষ্যে উপস্থিত বক্তৃতা, রচনা, চিত্রাংকন
ও কুইজ প্রতিযোগিতা এবং আলোচনা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামে চট্টগ্রাম
বন্দর পরিচালিত কলেজ, স্কুল ও মাদ্রাসার ছাত্রছাত্রীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা
অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতায় চবক-এর সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম
(যুগ্ম-সচিব) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
- ই.হো
মন্তব্য করুন