চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বন্দর

ইতিপূর্বে প্রদত্ত অবজারভেশনসমূহ যথাযথভাবে প্রতিপালিত হওয়ায় এবং অফডক সমূহের নিরাপত্তা কার্যক্রমে প্রভূত উন্নতি সাধিত হওয়ায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও অফডক সমূহকে ধন্যবাদ জানান তারা।

ইউএস কোষ্ট গার্ড আইএসপিএস প্রতিনিধি দলের চট্টগ্রাম বন্দর পরিদর্শন

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৩ ফেব্রুয়ারী ০১, ০৬:৪০ অপরাহ্ন
ইউএস কোষ্ট গার্ড আইএসপিএস প্রতিনিধিদল বন্দর ভবনে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

৩০-৩১ জানুয়ারি চট্টগ্রাম বন্দর ও সংশ্লিষ্ট পোর্ট ফ্যাসিলিটিজ এবং পোর্ট রিলেটেড এরিয়া পরিদর্শন করেন ইউএস কোষ্ট গার্ড আইএসপিএস প্রতিনিধি দল।

 

৩০ জানুয়ারি সোমবার চট্টগ্রাম বন্দরের আইএসপিএস কোড সংক্রান্ত সার্বিক নিরাপত্তা কার্যক্রম পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন প্রতিনিধি দল। একইদিন অপরাহ্নে চট্টগ্রাম বন্দর সংশ্লিষ্ট দুটি অফডক (ইনকনট্রেড লি. ও সামিট এ্যালায়েন্স পোর্ট লি.) পরিদর্শন করে প্রতিষ্ঠানদুটির আইএসপিএস কোড বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ করেন তারা।

 

৩১ জানুয়ারি মঙ্গলবার চট্টগ্রাম বন্দরের প্রশিক্ষণ ইনিষ্টিটিউটে টেকনিক্যাল এ্যাসিটেন্স বিষয়ে একটি সেমিনারে মিলিত হন ইউএস কোষ্ট গার্ড আইএসপিএস প্রতিনিধি দলের সদস্যরা। সেমিনারে চট্টগ্রাম বন্দর নিরাপত্তা বিভাগের সদস্য, সকল পোর্ট ফ্যাসিলিটিজ ও পোর্ট রিলেটেড এরিয়ার পিএফএসও/সিকিউরিটি ম্যানেজাররা অংশগ্রহণ করেন।  

 

প্রতিনিধি দলের সদস্যরা আশা প্রকাশ করেন, সেমিনারে আলোচিত বিষয়সমূহ চট্টগ্রাম বন্দর এবং সংশ্লিষ্ট পোর্ট ফ্যাসিলিটিজ এবং পোর্ট রিলেটেড এরিয়াসমূহে আইএসপিএস কোড বাস্তবায়নে নিরাপত্তা সংক্রান্ত কার্যক্রমকে ত্বরান্বিত করবে। তাদের ইতিপূর্বে প্রদত্ত অবজারভেশনসমূহ যথাযথভাবে প্রতিপালিত হওয়ায় এবং অফডক সমূহের নিরাপত্তা কার্যক্রমে প্রভূত উন্নতি সাধিত হওয়ায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও অফডক সমূহকে ধন্যবাদ জানান তারা।

 

পরির্দশন শেষে প্রতিনিধিদল বন্দর ভবনে চবক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তারা নিরাপত্তা কার্যক্রমের উন্নতির ব্যপারে চবক চেয়ারম্যানের ভূমিকা প্রশংসার দাবীদার বলে মন্তব্য করেন।


- মা.ফা.

 

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video