চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

জাতীয়

উদ্বোধনী দিনে লাল ফিতা কেটে নগরীর সবচেয়ে আধুনিক পরিবহন ব্যবস্থার প্রথম যাত্রী হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে শেখ রেহানা এবং সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সংশ্লিষ্টরা টিকিট কেটে মেট্রোরেলে ভ্রমণ করবেন।

স্বপ্নের মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২২ ডিসেম্বর ২৮, ১২:২৬ অপরাহ্ন
ঢাকায় স্বপ্নের মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকায় স্বপ্নের মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৮ ডিসেম্বর বুধবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে উত্তরার দিয়াবাড়ী স্টেশনে সকাল ১১টায় মেট্রোরেলের প্রথম স্টেশন উত্তরার ১৫ নম্বর সেক্টরের সি ব্লকের মাঠে মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

 

আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে শেখ রেহানা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সড়ক ‍ও মহাসড়ক বিভাগের সচিব এ.বি.এম আমিনুল্লা নুরী, মেট্রোরেল কোম্পানির এমডি এম.এন সিদ্দিকসহ সরকারের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

উদ্বোধনী দিনে লাল ফিতা কেটে নগরীর সবচেয়ে আধুনিক পরিবহন ব্যবস্থার প্রথম যাত্রী হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে শেখ রেহানা এবং সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সংশ্লিষ্টরা টিকিট কেটে মেট্রোরেলে ভ্রমণ করবেন।

 

শুরুতে সীমিত পরিসরে উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রোরেল। আগামীকাল বৃহস্পতিবার থেকে মেট্রোরেলে যাত্রী পরিবহন শুরু হবে।


- মা.ফা

 

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video