চট্টগ্রাম শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

জাতীয়

মন্ত্রীসভার বৈঠকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রধানমন্ত্রীর নির্দেশ

সতর্কতামূলকভাবে খাদ্যশস্যের বিকল্প উৎসের দিকে যান

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২২ সেপ্টেম্বর ০৪, ০৯:১৪ অপরাহ্ন

দেশে বর্তমানে খাদ্যশস্যের মজুত স্বস্তিদায়ক অবস্থায় থাকলেও, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে খাদ্যশস্য সংগ্রহের আরো বিকল্প উৎসের দিকে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

তিনি বলেন,সুনির্দিষ্ট যেসব দেশ থেকে আমরা খাদ্যশস্য সংগ্রহ করছি, সেসব দেশের ওপর নির্ভর না করে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আরও এক বা দুটি জায়গাকে উৎস হিসেবে ব্যবহার করার উদ্যোগ নিতে হবে, যাতে কোনো উৎস সরবরাহে ব্যর্থ হলে আমরা কোনো চ্যালেঞ্জের মুখোমুখি না হই।

বৈঠকশেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের এব্যাপারে সংক্ষেপে জানান।

সচিব বলেন, বর্তমানে দেশে খাদ্যশস্যের (চাল ও গম) পর্যাপ্ত মজুদ রয়েছে, তবে ওএমএস ও খাদ্য সহায়তা কার্যক্রমের জন্য গুদাম থেকে জনগণের কাছে যে পরিমাণ চাল যাবে আমদানির মাধ্যমে তা পূরণ করতে ইতোমধ্যে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করা হয়েছে।

তিনি বলেন, এই স্বস্তিদায়ক পরিস্থিতির পরও প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন, আমদানির জন্য নির্ধারিত পাঁচটি দেশের মধ্যে কেউ খাদ্যশস্য সরবরাহ করতে না পারলে যেকোনো ধরনের চ্যালেঞ্জ এড়াতে এক বা দুটি বিকল্প জায়গা থেকে খাদ্যশস্য কেনার উদ্যোগ নিতে হবে।

বর্তমানে রাশিয়া, ভারত, মিয়ানমার, ভিয়েতনাম ও থাইল্যান্ড থেকে খাদ্যশস্য কেনা হচ্ছে। সচিব বলেন, রাশিয়া থেকে খাদ্য আমদানি হলে কোনো সমস্যা হবে না।

মন্ত্রিসভার বৈঠকে খাদ্যশস্য পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে খন্দকার আনোয়ারুল বলেন, বর্তমানে দেশে ২০ লাখ মেট্রিক টনের বেশি খাদ্যশস্য মজুত রয়েছে।

তিনি বলেন, খোলাবাজারে বিক্রি (ওএমএস) এবং খাদ্যবান্ধব কর্মসূচি বাস্তবায়নের কারণে মানুষের চাপ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় গত কয়েকদিনে চালের দাম ৪-৫ টাকা কমেছে। এটি ভালো ফল দিচ্ছে।

যেহেতু খাদ্যবান্ধব কর্মসূচি দুই মাস এবং পরবর্তীতে আরও ৩-৪ মাস চালানোর সিদ্ধান্ত হয়েছে উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এর জন্য ৫ থেকে ৬ লাখ মেট্রিক টন খাদ্যশস্যের প্রয়োজন হবে।

এবিষয়ে একটি চুক্তি হয়েছে এবং গুদাম থেকে যে পরিমাণ চাল যাবে তা সংগ্রহের নির্দেশও দেওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, নভেম্বর থেকে বিশ্বব্যাপী খাদ্য সংকটের আশঙ্কা থাকলেও বাংলাদেশ ভালো অবস্থায় রয়েছে এবং এ সময় আমন ধানও আসবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সম্প্রতি তিনি বেশ কয়েকজন জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করেছেন এবং তারা তাকে জানিয়েছেন যে গ্রামাঞ্চলে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কারণে আমনের সেচের কাজ ভালোভাবে চলছে।

বৈঠকে মন্ত্রিসভা নীতিগতভাবে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যাক্ট, ২০২২ অনুমোদন করেছে।

বিলের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, নতুন আইন অনুসারে এটি সম্পূর্ণ সরকারি অফিসের প্রকৃতি থেকে একটি স্বায়ত্তশাসিত সংস্থায় পরিণত হবে, যা গবেষণায় আলোকপাত করবে এবং ডিপ্লোমা ডিগ্রি প্রদানের জন্য বিভিন্ন কোর্স পরিচালনা করবে।

ইনস্টিটিউটের চেয়ারম্যান হিসেবে শিল্প সচিবের নেতৃত্বে ১৫ সদস্যের একটি পরিচালনা পর্ষদ থাকবে। এছাড়া ইনস্টিটিউট পরিচালনার জন্য সরকার একজন মহাপরিচালক নিয়োগ করবে।

দুই দেশের বিভিন্ন সংস্থার আইনি কাঠামো ও সহযোগিতা বিনিময়ের লক্ষ্যে মন্ত্রিসভা বাংলাদেশ ও কাতারের মধ্যে আইনি ক্ষেত্রে সহযোগিতার চুক্তি অনুমোদন করেছে সভা।

এছাড়াও, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত কনভেনশনের ৫০(এ) এবং ৫৬ ধারা সংশোধনের প্রটোকলের অনুমোদনও মন্ত্রিসভা আজকের বৈঠকে অনুমোদন করেছে।

এছাড়াও মন্ত্রিসভা মাদার অব হিউম্যানিটি সোশ্যাল ওয়েলফেয়ার পদক এর নাম পরিবর্তন করে জাতীয় মানব কল্যাণ পদক-২০২২ নামকরণের প্রস্তাব অনুমোদন করেছে। এর আগে ২০১৮-এ মন্ত্রিসভা এটিকে মাদার অফ হিউম্যানিটি সোশ্যাল ওয়েলফেয়ার পদক হিসাবে অনুমোদন করেছিল।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video