জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ৭ মার্চের ভাষণে বলেছিলেন যে, ‘সাত কোটি মানুষকে দাবায়ে রাখতে পারবা না’। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তা প্রমাণ করেছেন। প্রধানমন্ত্রী তার বিচক্ষণ নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে দেশকে বদলে দিয়েছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ ইতিবাচকভাবে পরিবর্তিত হয়েছে। ১২ জুলাই মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে এই সব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
জাতির পিতার মাজারে পুষ্পস্তবক অর্পণের পর আসাদুজ্জামান খান কামাল বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের হত্যাকান্ডের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ, গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, সহ-সভাপতি মো. ইলিয়াস হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সাইফুলসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।
স্বরাষ্ট্রমন্ত্রী পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে ঢাকা থেকে টুঙ্গিপাড়াগামী যাতায়াত খুবই নির্বিঘ্ন ও আরামদায়ক হওয়ায় সন্তোষ প্রকাশ করে উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা সকল ষড়যন্ত্র উপেক্ষা করে জনগণকে পদ্মা সেতু উপহার দিয়েছেন।
-সংবাদ সূত্র বাসস
-মা ফা / জা হো ম
মন্তব্য করুন