চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

জাতীয়

নবনিযুক্ত সাত জন নতুন প্রতিমন্ত্রীর শপথ পাঠ

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২৪ মার্চ ০৩, ০৪:৩৩ অপরাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিসভায় সাত জন নতুন সদস্য অর্ন্তভুক্ত করা হয়েছে।

১ মার্চ সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দনি নতুন প্রতিমন্ত্রীদরে শপথ পাঠ করান। শপথ গ্রহণরে পর তারা পদ ও গোপনীয়তার শপথপত্রে স্বাক্ষর করনে।

নতুন মন্ত্রসিভার সদস্যরা হলনে- রাজশাহী-৫ আসনরে সংসদ সদস্য মো. আব্দুল ওয়াদুদ, নওগাঁ-২ আসনরে সংসদ সদস্য মো.শহীদুজ্জামান সরকার, চট্টগ্রাম-১৪ আসনরে সংসদ সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী এবং সংরক্ষতি মহলিা আসনরে সংসদ সদস্য শামসুন্নাহার চম্পা, ওয়াসিকা আয়েশা খান, নাহিদ ইজহার খান ও রোকেয়া সুলতানা।

গত ৭ জানুয়ারির নিবার্চনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত ১১ জানুয়ারি টানা চর্তুথবারের মত সরকার গঠন করনে।

প্রথমে গঠিত মন্ত্রিসভায় ৩৭ সদস্যের মধ্যে ২৬ জন মন্ত্রী ও ১১ জন প্রতমিন্ত্রী ছিলেন। এখন নতুনদের নিয়ে মন্ত্রিপরিষদের সদস্যদের মোট সংখ্যা দাঁড়াল ৪৪। বর্তমানে শেখ হাসিনার  মন্ত্রিসভায় ২৬ জন মন্ত্রী ও ১৮ জন প্রতিমন্ত্রী রয়েছেন।

ঐতিহাসিক দরবার হলে উপস্থতি অতিথিদের মধ্যে জাতীয় সংসদরে স্পিকার ড. শীরিন শারমিন চৌধুরী, মন্ত্রীবর্গ, সংসদের হুইপ, সংসদ সদস্য (এমপি), রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্লয়রে সংশ্লিষ্ঠ সচিবগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, এবং সিনিয়র বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রীবৃন্দ জাতীয় সংবিধান ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার নিয়ে শপথ পাঠ করেন।


- মা.ফা

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video