পূর্বঘোষণা অনুযায়ী চট্টগ্রাম মহানগরীতে আজ ৬ আগস্ট সকাল থেকে তেলচালিত পরিবহন চলাচল বন্ধ রাখা হয়েছে। এর ফলে যাত্রীরা চূড়ান্ত দুর্ভোগে পড়ে গেছেন।
এ অবস্থায় গ্যাসচালিত গাড়িগুলো চললেও, যাত্রীদের কাছ থেকে তারা বাড়তি
ভাড়া আদায় করছে। অনেকে সিএনজিচালিত অটোরিকশায় গাদাগাদি করে উঠে অফিস-কারখানার দিকে
ছুটতে বাধ্য হচ্ছেন।
গতকাল ৫ আগস্ট রাতে হঠাৎ করেই জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয়
সরকার। রাত ১০টায় জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো
হয়, প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, পেট্রোলের দাম ৪৪
টাকা বাড়িয়ে ১৩০ টাকা এবং অকটেনের দাম ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে।
রাত ১২টার পর থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে। হুট করে তেলের দাম বাড়ানোয়
আজ সকাল থেকে গাড়ি বের না করার ঘোষণা দেয় চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ।
ঘোষণা অনুযায়ী চট্টগ্রামের সড়কে বর্তমানে তেলচালিত গণপরিবহন নেই।
নগরীর মুরাদপুর, বহদ্দারহাট, ষোলশহর ২ নম্বর গেটসহ সবগুলো স্টেশনে যানবাহনের
জন্য অপেক্ষারত যাত্রীদের ভিড় দেখা গেছে। গ্যাসচালিত গণপরিবহন সড়কে চলাচল করলেও যাত্রীদের
কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করার অভিযোগ উঠেছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বেলাল বলেন, “হুট করে তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেওয়ায় আমরা বেকায়দায় পড়েছি। এজন্য প্রাথমিকভাবে আজ সকাল থেকে নগরীতে গাড়ি না চালানোর সিদ্ধান্ত নিয়েছি। পরিবহন নেতাদের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।"
মন্তব্য করুন