চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আইন-আদালত

পি.কে.হালদার সম্পর্কে বাংলাদেশ থেকে পাওয়া তথ্য নিয়ে ঢাকার সঙ্গে কাজ করছে নয়াদিল্লী

কোনো অপরাধীকেই ছাড় দেয়া হবে না: ভারতীয় হাইকমিশনার

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২২ মে ১৮, ০২:৪৬ অপরাহ্ন
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কে. দোরাইস্বামী

বাংলাদেশ কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে বাংলাদেশী পলাতক ব্যবসায়ী প্রশান্ত কুমার হালদার ওরফে পি. কে. হালদারকে পশ্চিমবঙ্গে আটক করা হয়েছে। হালদার সম্পর্কে বাংলাদেশ সরকার ভারতীয় সংস্থাগুলোর সাথে তথ্য বিনিময় করেছে। সংস্থাগুলো হালদারকে আটক করার জন্য তথ্যগুলো পরীক্ষা করে দেখছে। হালদারের গ্ৰেফতারের বিষয়টি দুই সরকারের মধ্যেকার স্বাভাবিক সহযোগিতারই একটি অংশ।

 পররাষ্ট্র মন্ত্রণালয়ে ১৭ মে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকের পর গণমাধ্যম-কর্মীদের  বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কে. দোরাইস্বামী ।

তিনি আরো বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক আইন সহায়তা চুক্তি রয়েছে। আমাদের এখন আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এটি শুধু একটি প্রক্রিয়া তাছাড়া বিশেষ কিছু নয়। যেকোনো অপরাধীদের সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে ভারত ও বাংলাদেশ সহযোগিতা করার জন্য সর্বদা প্রস্তুত।

পি. কে. হালদারকে প্রত্যর্পণের বিষয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, "আপনারা জানেন, অপরাধী প্রত্যর্পণ বড়দিনের শুভেচ্ছা কার্ড বিনিময় করার মতো নয় । এটি আইনি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। বরং এটি ধীরে ধীরে হতে দিন। বাংলাদেশ থেকে প্রাপ্ত হালদার সম্পর্কিত তথ্য নিয়ে ঢাকার সঙ্গে কাজ করছে নয়াদিল্লী।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বৈঠকের পর গণমাধ্যমকর্মীদের বলেন, আমাদের বৈঠকে, আমি পি.কে. হালদারের বিষয়টি উত্থাপন করেছি। তাকে বিচারের সম্মুখীন করার জন্য ফিরিয়ে আনতে ঢাকা ভারতের কাছ থেকে সব ধরনের সহযোগিতা আসা করছে। ভারতীয় হাইকমিশনার আমাকে এই বিষয়ে সব ধরনের সহযোগিতা দেয়ার আশ্বাস দিয়েছেন।

পররাষ্ট্র সচিব আরো বলেন, আমরা সবাই একই অবস্থানে আছি কারণ আমরা কোনো অপরাধীকে ছাড় দেব না। বর্তমানে ভারতে চলমান আইনি প্রক্রিয়া শেষ করে হালদারকে ফেরত পাঠানো হবে। ঢাকা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে হালদারকে ফেরত পাঠানোর জন্য অনুরোধ করবে। তাকে ফেরত পাঠানো হবে না এমন কোন কারণ নেই। এই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

১৬ মে সোমবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান প্রক্রিয়া অনুসরণ করে পি.কে হালদারকে ফিরিয়ে আনা হবে। হালদারকে বিচারের সম্মুখীন করার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার ঢাকা তা করবে। ঢাকা ও নয়াদিল্লী তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের 'সুবর্ণ অধ্যায়' উপভোগ করছে। ফলে হালদারকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া কোন চ্যালেঞ্জ হবে না।

- সূএ বাসস

- মা ফা

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video