চট্টগ্রাম শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

স্বাস্থ্য

মিরসরাইয়ে ২৪ শয্যাবিশিষ্ট জোরারগঞ্জ কমিউনিটি হাসপাতাল এন্ড ডায়াবেটিক সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষ্যে সকল ডায়াগনস্টিক পরীক্ষায় ২০% এবং ওষুধসমূহে ১০% ছাড় দেওয়া হচ্ছে।

৬ শতাধিক রোগী পেল ফ্রি চিকিৎসা

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২৩ ফেব্রুয়ারী ২৭, ১১:২৯ পূর্বাহ্ন
মিরসরাইয়ের জোরারগঞ্জ কমিউনিটি হাসপাতালে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বক্তব্য প্রদান করছেন হাসপাতালের পরিচালক।

আধুনিক সেবা প্রদানের প্রত্যয়ে মিরসরাইয়ে জোরারগঞ্জ কমিউনিটি হাসপাতাল এন্ড ডায়াবেটিক সেন্টারের শুভ যাত্রা শুরু হয়েছে। ২৬ ফেব্রুয়ারি রবিবার হাসপাতালের উদ্বোধন ও ফ্রি মেডিকেল ক্যাম্প উপলক্ষ্যে হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেন।

 

মতবিনিময় সভায় হাসপাতাল কর্তৃপক্ষ জানান, কোরিয়া, জাপান ও জার্মানি থেকে আমদানি করা যন্ত্রপাতি দ্বারা  নির্ভুল রিপোর্ট প্রদানের মাধ্যমে হাতের নাগালে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ করে দিচ্ছে এই হাসপাতাল। এখানে রয়েছে ৫০০ এমএ এক্স-রে, ডিজিটাল এক্স-রে (ডিআর), ডেন্টাল এক্স-রে (ওপিজি), কম্পিউটারাইজড হেমাটোলজি এনালাইজার, হিস্টোপ্যাথলজি, ভিটামিন-ডি, ডিজিটাল হরমোন এনালাইজার, কম্পিউটারাইজড বায়োকেমিস্ট্রি, কম্পিউটারাইজড মাইক্রোবায়োলজী ও কসমেটিক খৎনা। এছাড়া যথারীতি অন্যান্য পরীক্ষা-নিরীক্ষারও সেবা মিলবে এখানে। এছাড়া উদ্বোধন উপলক্ষে সকল ডায়াগনস্টিক পরীক্ষায় ২০% এবং ওষুধসমূহে ১০% ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া দ্বীন এম রানা ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় রবিবার ফ্রি মেডিকেল ক্যাম্প এবং জালালাবাদ কমিউনিটি চক্ষু হাসপাতাল এন্ড ফ্যাকো সেন্টারের সৌজন্যে চক্ষু শিবিবের আয়োজন করা হয়। এদিন ৬ শতাধিক রোগীকে চক্ষু, মেডিসিন, গাইনী, অর্থোপেডিক্স, হার্ট ও ডায়বেটিকসের চিকিৎসা প্রদান করা হয় এবং বিনামূল্যে ঔষধ ও চশমা প্রদান করা হয়।

 

এর আগে শনিবার সকালে ঐতিহাসিক ছুটি খাঁ জামে মসজিদ সংলগ্ন ২৪ শয্যাবিশিষ্ট এই হাসপাতালের ফিতা কেটে উদ্বোধন করেন মিরসরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের চেয়ারম্যান নুরুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এফ. এইচ. এম. নিজামী, সাধারণ সম্পাদক আবু নাছির, নির্বাহী সদস্য সোহাগ আরমান, পরিচালক অপারেশন ডা. আবু সালেহ মো. সালাউদ্দিন চৌধুরী, পরিচালক আবু মোস্তফা কামাল চৌধুরী লিটন, শেখ নুরুল আবছার, ল্যাব এন্ড ওপিডি সহকারী পরিচালক শফিকুল আরাফাত খন্দকার।


- নাছির উদ্দিন/মিরসরাই

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video