মাইশা ফাইরোজ
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় করোনা সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন বেসরকারি সংস্থা ব্র্যাক'র স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি।
সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ ফজলে রাব্বি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিয়মিত টিকা, গণটিকা ও বুস্টার ডোজ প্রদানের কারণে কোভিড সংক্রমণ এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।
সরকারের পাশাপাশি সমাজের কিছু কিছু ধনাঢ্য ব্যক্তি ও প্রতিষ্ঠান সরকারী-বেসরকারী হাসপাতালগুলোতে চিকিৎসা সরঞ্জাম প্রদান করায় কাঙ্খিত সেবা পাচ্ছে কোভিড আক্রান্ত রোগীরা।
করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও আমরা এখনো নিরাপদ নই।
নিজেকে সুরক্ষিত রাখতে হলে মাস্ক পরিধানের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
পাশাপাশি মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা মেনে চলতে হবে।
জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডা. মোহাম্মদ নুরুল হায়দার, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক ডা. ছেহেলী নারগিস, বেসরকারী সংস্থা ব্র্যাক’র স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচীর বিভাগীয় ব্যবস্থাপক মো. হানিফ উদ্দিন, জেলা সমন্বয়ক মো. আবুল কাহ্হারসহ অন্যান্যরা।
মন্তব্য করুন