চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

রাজনীতি

রাজনীতির নামে কেউ যেন অগ্নি-সন্ত্রাস ও মানুষ খুন করতে না পারে তার জন্য সর্তক থাকা সরকারি দল হিসেবে আমাদের দায়িত্ব। জনগণকে সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করতে হবে। এজন্যই আমরা শান্তি সমাবেশের ডাক দিয়েছি।

হাটহাজারীর ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২৩ ফেব্রুয়ারী ১২, ১২:৫৯ অপরাহ্ন
চট্টগ্রামের হাটহাজারীর ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তৃব্য রাখছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

সমগ্র বাংলাদেশে বিএনপির পদযাত্রার ঘোষণা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, যারা ২০১৩ থেকে ২০১৫ সালে এবং পরবর্তী বিভিন্ন সময়ে অগ্নি-সন্ত্রাস করেছে তাদের মাধ্যমে আবারও নৈরাজ্য সৃষ্টি করা ও দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করা। সরকারি দল হিসেবে আমাদের নেতা কর্মীদের দায়িত্ব এদেশে চোর ডাকাতরা যেমন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, তেমনি রাজনীতির নামে অগ্নি-সন্ত্রাস ও মানুষ খুন করতে না পারে তার জন্য সর্তক থাকা। জনগণকে সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করতে হবে। এজন্যই আমরা শান্তি সমাবেশের ডাক দিয়েছি।

 

১১ ফেব্রুয়ারি চট্টগ্রামের হাটহাজারীর ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

 

ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোহাম্মদ শামীমর সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. বাসন্তী প্রভা পালিত, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি এসএম রাশেদুল আলম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হাসান চৌধুরী তপু ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন।

 

ড. হাছান মাহমুদ এসময় বলেন, বিএনপি আন্দোলনের নামে প্রহসন করেছে। তারা আন্দোলন করতে পারে নাই আর পারবেও না। তারা শুধু পারে বিশৃঙ্খলা সৃষ্টি করতে। এদেশে রাজনীতির নামে কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দিতে পারি না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য কিংবা ক্ষমতা পাওয়ার জন্য রাজনীতি করে না, জনগণের অধিকার আদায়ের জন্য রাজনীতি করে। রাজপথ থেকে আওয়ামী লীগের উৎপত্তি, আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক বা না থাকুক রাজপথেই থাকবে।


- ই.হো.   

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video