চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

রাজনীতি

বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ স্মরণ সভা

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ ফেব্রুয়ারী ১৩, ১২:১৩ অপরাহ্ন

বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথি পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, মোছলেম উদ্দিন আহমদ কর্মী থেকে নেতা হয়ে উঠেছেন। মিছিলের পেছনের সারি থেকে তিনি নেতৃত্বের আসনে আসীন হয়েছেন।

 

১২ ফেব্রুয়ারি সোমবার চট্টগ্রামে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় নতুন কর্মীদের উদ্দেশ্যে পররাষ্ট্র মন্ত্রী বলেন, আজকে অনেকে রাতারাতি নেতা হয়ে উঠতে চায়, কিন্তু আওয়ামীলীগে এ সুযোগ নেই। টাকা দিয়ে নেতা হওয়া আওয়ামীলীগে সম্ভব না। পুরনো নেতাদের জীবন আদর্শকে অনুসরণ করতে হবে। যারা ত্যাগ স্বীকার করে তাদের মূল্যায়ন করা হবে যেভাবে মোছলেম উদ্দিনের মূল্যায়ন করা হয়েছিল। দলের যেকোন পরিস্থিতিতে যারা নিজেকে বলীদান দিতে পারে দলে তাদের প্রয়োজন। 

 

বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় স্মরণ সভায় সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী ও আবদুছ সালাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বক্তৃতা করেন। এসময় চট্টগ্রাম উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পররাষ্ট্র মন্ত্রী বলেন, দল আজ ১৫ বছর ক্ষমতায় আছে দুটি কারণে, তারমধ্যে একটি হলো শেখ হাসিনার ক্ষিপ্রতা ও বুদ্ধিদ্বীপ্ত নেতৃত্ব আর দ্বিতীয়টি হলো তার নেতৃত্বে সংগঠন শক্তিশালী আছে বিধায়। জনগণ আমাদের রায় দিয়েছে বলেই আমরা ক্ষমতায় যেতে পেরেছি। আজকে প্রায় ৭০টি দেশের সরকার প্রধান আমাদের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। আজকে সারাবিশ্ব বাংলাদেশের সাথে কাজ করতে চায়। এগুলো দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে।

 

তিনি আরো বলেন, বিএনপি কিছুদিন কিংকর্তব্যবিমূঢ় হয়ে বসেছিল এবং তারা এখন লিফলেট বিতরণ করছে। আমার কথা হলো আপনারা লিফলেট বিতরণ করেন তারপরও পেট্রোল বোমা মারবেন না, সেটা যদি করেন তাহলে আমরা কঠোর হাতে প্রতিহত করব। তরুণ কর্মীদের অনুরোধ করব সবাইকে এসব বিষয়ে সজাগ থাকতে হবে।

 

মন্ত্রী আরো বলেন, বিএনপির গাড়ির ব্যাটারি এখন বসে গেছে। নির্বাচনের সময় তাদের গাড়ি দেশি-বিদেশি অনেক শক্তির মাধ্যমে ঠেলা হয়েছিল। তারা এখন বুঝে গেছে এ গাড়ি আর স্টার্ট নিবেনা। বিএনপিকে আমি বলব আপনারা নেতৃত্বের পরিবর্তন না করলে এ দল আর কখনো সচল হবে না।


- মা.ফা.

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video