চট্টগ্রামের মিরসরাইয়ে
নেতা-কর্মীদের গণসংবর্ধনায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক
লীগের নবনির্বাচিত সভাপতি এরাদুল হক নিজামী ভুট্টু। শুক্রবার ২৮ জুলাই সকালে গাড়ি বহর
নিয়ে নবনির্বাচিত সভাপতি এরাদুল হক নিজামী ভুট্টুকে বরণ করে নেওয়া হয়। পরে মস্তাননগর
বাইপাস এলাকায় গণসংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা আওয়ামী
যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূঁইয়ার সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য
প্রদান করেন মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সহ-সভাপতি শাখাওয়াত
উল্ল্যাহ রিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এমরান হোসেন সোহেল, উপজেলা ছাত্রলীগের
আহ্বায়ক মাসুদ করিম রানা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক
মামুন উদ্দিন প্রমুখ। ৮নং দুর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরিদ আহম্মেদ আরজু,
সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন রুবেল, দুর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রতন
চন্দ্র দাশ রাখাল, সাধারণ সম্পাদক মো. আলমগীরসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ, ছাত্রলীগ,
যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত সভাপতি এরাদুল হক নিজামী ভুট্টু বলেন, উত্তর জেলার আওতাধীন সকল উপজেলা নেতৃবৃন্দকে একসাথে নিয়ে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ নির্বাচনে রাজপথে থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় নিয়ে আসতে কাজ করে যাবো।
- নাছির উদ্দিন/মিরসরাই
মন্তব্য করুন