চট্টগ্রাম শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

রাজনীতি

চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা ছাড়াও কক্সবাজার, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী, লক্ষীপুর জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে সংগঠনের নেতাকর্মীসহ সমর্থকদের যোগ দিতে দেখা গেছে এ শোভাযাত্রায়।

আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে চট্টগ্রামে বিএনপির শোভাযাত্রায় লাখো নেতাকর্মীদের ঢল

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৪ সেপ্টেম্বর ১৮, ০১:১১ অপরাহ্ন

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির চট্টগ্রাম বিভাগের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম নগরে। দলে দলে মিছিল নিয়ে নগরীর আলমাস মোড় থেকে এ শোভাযাত্রায় জমায়েত হয় লাখো বিএনপির নেতাকর্মী।

 

মঙ্গলবার বিকেলে নগরীর আলমাস সিনেমা মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লালদিঘীর মাঠে গিয়ে শেষ হয় এ শোভাযাত্রা। এ সময় পুরো এলাকা নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা ছাড়াও কক্সবাজার, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী, লক্ষীপুর জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সমর্থকদের যোগ দিতে দেখা গেছে এ শোভাযাত্রায়। এর আগে, বিকেল পৌনে তিনটা থেকে শোভাযাত্রা পূর্ব সমাবেশের অস্থায়ী মঞ্চে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আর কখনো এ দেশের জনগণ এই স্বৈরাচারী হাসিনাকে এ দেশের মাটিতে আসতে সুযোগ দেবে না।

 

মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় মঞ্চে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বিভাগীয় শোভাযাত্রার সমন্বয়কারী মাহবুবের রহমান শামীম, কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর সহ চট্টগ্রাম বিভাগের বিএনপি নেতারা। এদিকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার শোভাযাত্রা করার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে কর্মসূচি পিছিয়ে মঙ্গলবার নির্ধারণ করা হয়েছিল।


- রু.চৌ.

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video