চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

বন্দর

নিলামে তোলা হচ্ছে বিলাসবহুল ১৬ কোটির বেশি টাকা মূল্যের মার্সিডিজ বেঞ্জ, ৫ কোটির বেশি টাকা মূল্যের ল্যান্ড ক্রুজার গাড়িসহ অন্তত ৪৬ ধরনের আমদানিকৃত কনটেইনার পণ্য।

বন্দরের কোটি টাকার গাড়ি কাস্টমস নিলামে কিনছেন কে?

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৪ সেপ্টেম্বর ১৮, ১২:৪১ অপরাহ্ন

দেশের সবচেয়ে বড় রাজস্ব আহরণকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দরে আমদানিকৃত পণ্যের ইতিহাসের সবচেয়ে বড় নিলাম হতে চলেছে আজ চট্টগ্রাম কাস্টমস হাউসে। এ নিলামে তোলা হচ্ছে বিলাসবহুল ১৬ কোটির বেশি টাকা মূল্যের মার্সিডিজ বেঞ্জ, ৫ কোটির বেশি টাকা মূল্যের ল্যান্ড ক্রুজার গাড়িসহ অন্তত ৪৬ ধরনের আমদানিকৃত কনটেইনার পণ্য।

 

ব্যবসায়ীরা চট্টগ্রাম বন্দর দিয়ে বিভিন্ন সময় গাড়ি সহ নানান পণ্য আমদানি করলেও বন্দর থেকে তা খালাস না করার ফলে এসব গাড়ি এবং পণ্য-কনটেইনার বন্দরের বড় অংশ দখল করে আছে। এসব পণ্য যেন ব্যবহারের উপযোগিতা না হারায় সেজন্য প্রতি ৩০ দিন অন্তর কাস্টমসের মাধ্যমে নিলাম করে বিক্রি করে চট্টগ্রাম বন্দর।

 

চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি যে কোন পণ্য বিনা শুল্কে চারদিন পর্যন্ত বন্দরের শেডে রাখার সুযোগ পায় আমদানিকৃত প্রতিষ্ঠানগুলো। অন্যদিকে পণ্য খালাস কার্যক্রমে ধীরগতির কারণে শিপিং এজেন্টদের কন্টেইনার আটকা পড়ছে মাসের পর মাস বলছেন বন্দর সচিব মো. ওমর ফারুক। তিনি জানান, বন্দর যে মালামাল গুলো নিয়ে বেকায়দায় রয়েছে তার মধ্যে রয়েছে ১০ হাজার টিইউস কন্টেইনার এবং প্রায় ৪০০ ইউনিট গাড়ি। এই মালামাল গুলো মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই, যত দ্রুত অকশন করা সম্ভব তাতেই বন্দরের মঙ্গল।

 

অন্য দিকে, নিলাম গ্রাহকদের জন্য সুখবর দেন কাস্টমস ডেপুটি কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম। তিনি বলেন, ডকুমেন্ট ঠিক থাকলেই নিলামের স্থায়ী আদেশ মোতাবেক বছরখানেক আগে আমদানি করা এসব পণ্যের সর্বোচ্চ মূল্যের ৬০ শতাংশ পেলেই পণ্য গ্রাহক বরাবর ছেড়ে দেয়া হবে।

 

এদিকে, কাস্টমসের এই নিলামকে ঘিরে গ্রাহকদের মধ্যে শুরু হয়েছে চাঞ্চল্য। কোটি টাকার গাড়ি এখন কে কিনবেন, সেটাই দেখার বিষয়।


- মা.ফা.

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video