চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

নাটক

নাট্যকার চৌধুরী জহুরুল হক সম্মাননা পেলেন দুই বরেণ্য নাট্যজন


প্রকাশিত : বুধবার, ২০২২ মে ১৮, ০৭:৫০ পূর্বাহ্ন
নাট্যকার চৌধুরী জহুরুল হক স্মরণসন্ধ্যায় সম্মাননা-স্মারকপ্রাপ্ত দুই নাট্যজনের সঙ্গে অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি, সঞ্চালক ও অন্যান্য অতিথিরা

‘নাট্যমঞ্চ’র আয়োজনে এবারের ‘চৌধুরী জহুরুল হক স্মরণসন্ধ্যা’য় সম্মাননা-স্মারক প্রদান করা হল চট্টগ্রামের নাট্যমঞ্চের দীর্ঘকালের দুই সংগ্রামী সহযোদ্ধা মিলন চৌধুরী ও সাবিরা সুলতানা বীণাকে। 

 

নাট্যকার নির্দেশক মিলন চৌধুরী ও বিশিষ্ট অভিনেত্রী সাবিরা সুলতানা বীণা গত প্রায় চার দশক ধরে চট্টগ্রামের নাট্যজগত মাতিয়ে রেখেছেন। তাঁদের অবদানে চট্টগ্রাম তথা বাংলাদেশের নাট্যশিল্প সমৃদ্ধতর হয়েছে।  কিছুটা বিলম্বে হলেও এ দুই গুণী ও প্রতিভাধর নাট্যব্যক্তিত্বকে সম্মাননা দিয়ে নাট্যমঞ্চ এক বিরাট কর্তব্য পালন করল।  

 

নাট্যমঞ্চ চট্টগ্রামের উদ্যোগে গত ১৭ মে রোববার সন্ধ্যায় দৈনিক আজাদী মিলনায়তনে আয়োজিত এ স্মরণসন্ধ্যায় দৈনিক আজাদী সম্পাদক এম. এ. মালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাট্যজন মিলন চৌধুরী ও সাবরিনা সুলতানা বীণার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।  নাট্যমঞ্চ সম্পাদক জাহেদুল আলমের সভাপতিত্বে ও আয়েশা হক শিমুর সঞ্চালনায় সম্পন্ন এ অনুষ্ঠানে স্মারক বক্তা ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ড. মো. আবুল কাসেম।  অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে ছিলেন নাট্যজন সনজীব চৌধুরী ও নাট্য নির্দেশক দীপক চৌধুরী।  

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video