চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

জাতীয়

বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৩ এপ্রিল। পরদিন ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অভিষেক হওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে সৌজন্যসাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী ও নব-নির্বাচিত রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৩ ফেব্রুয়ারী ১৫, ০২:৪১ অপরাহ্ন
বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদকে ফুলেল শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের নব-নির্বাচিত ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সৌজন্যসাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নব-নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার সহধর্মিনীসহ বঙ্গভবনে পৌঁছালে তাদের ফুলেল শুভেচ্ছা জানান রাষ্ট্রপ্রধান আবদুল হামিদ ও তার সহধর্মিনী। এসময় আবদুল হামিদ নব-নির্বাচিত হওয়া রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানান এবং তারা পরস্পর কুশল বিনিময় করেন।

 

১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন গণমাধ্যম-কর্মীদের জানান সাক্ষাৎকালে রাষ্ট্রপতি হামিদের সহধর্মিনী রাশিদা খানম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট কন্যা শেখ রেহানা, নব-নির্বাচিত রাষ্ট্রপতির স্ত্রী ড. রেবেকা সুলতানা উপস্থিত ছিলেন।



সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী সরকারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। রীতি অনুযায়ী বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি আবদুল হামিদকেও ফুলেল শুভেচ্ছা জানান।

 

বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৩ এপ্রিল। পরদিন ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অভিষেক হওয়ার কথা রয়েছে।


- মা.ফা.

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video