চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

জাতীয়

ভারতীয় সাংবাদিকদের বললেন প্রধানমন্ত্রী

ভারত বন্ধুরাষ্ট্র, আলোচনাতেই সব সমস্যার সমাধান হবে

জাতীয় ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ সেপ্টেম্বর ০৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

ভারত বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু, এবং প্রতিবেশী এ দুই দেশের মধ্যে বিদ্যমান সমস্যাগুলো আলোচনার মাধ্যমেই সমাধান করা হবে।

ভারত সফরে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে গতকাল সোমবার ভারতে বাংলাদেশের হাইকমিশনার আয়োজিত সংবর্ধনা তথা নৈশভোজ অনুষ্ঠানে ভারতীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী গতকাল সকালে চারদিনের রাষ্ট্রীয় সফরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে গিয়ে পৌঁছেছেন।

শেখ হাসিনা বলেন, ভারত বাংলাদেশের বৃহত্তম প্রতিবেশী ও বন্ধু দেশ এবং বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক রয়েছে।

তিনি বলেন, রাজনৈতিক কারণে বাংলাদেশের সঙ্গে ভারতের আলাদা সম্পর্ক রয়েছে, কারণ ১৯৭১-এ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালে ভারত সম্পূর্ণরূপে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল।

তিনি আরো বলেন, আমাদের সমস্যা থাকতে পারে কিন্তু আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যারই সমাধান করা যায়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম পরে বিষয়টি নিয়ে সাংবাদিকদের সংক্ষেপে অবহিত করেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video