চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

জাতীয়

১৯৭৮ সালে আর্জেন্টিনার দূতাবাস বন্ধ করে দিয়েছিল বাংলাদেশের তৎকালীন সামরিক জান্তা। এতদিন বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস না থাকায় দেশটির ভিসার জন্য বাংলাদেশীদের যেতে হতো ভারতে আর্জেন্টিনা দূতাবাসে।

প্রায় ৪৫ বছর পর আর্জেন্টিনার নতুন দূতাবাস পুনরায় খুলছে বাংলাদেশে

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২৩ ফেব্রুয়ারী ২৭, ০৬:২৩ অপরাহ্ন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে আর্জেন্টিনার পররাষ্ট্র ও আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরোকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

৪৫ বছর পর আর্জেন্টিনার নতুন দূতাবাস পুনরায় খুলতে এবং ব্যাপক বাণিজ্য সম্ভাবনার সুযোগ নিতে বাংলাদেশে সফরে আসেন আর্জেন্টিনার পররাষ্ট্র ও আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো। ১৯৭৮ সালে আর্জেন্টিনার দূতাবাস বন্ধ করে দিয়েছিল বাংলাদেশের তৎকালীন সামরিক জান্তা। ৪৫ বছর পর দেশটি আবার বাংলাদেশে তাদের দূতাবাস খুলছে। এতদিন বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস না থাকায় দেশটির ভিসার জন্য বাংলাদেশীদের যেতে হতো ভারতে আর্জেন্টিনা দূতাবাসে।

 

আজ ২৭ ফেব্রুয়ারি সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে আর্জেন্টিনার পররাষ্ট্র ও আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরোকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। বিকেলে রাজধানীর বনানীতে আর্জেন্টিনার নতুন দূতাবাস উদ্বোধন করবেন ক্যাফিয়েরো। এসময় উপস্থিত থাকবেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো.শাহরিয়ার আলম।

 

সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.মোমেনের বাণিজ্য ও বিনিয়োগ ইস্যু বিষয় নিয়ে দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজন করা হবে। আলোচনায় পররাষ্ট্রমন্ত্রীরা দুদেশের মধ্যে কয়েকটি চুক্তিতে স্বাক্ষর করতে পারেন। স্বাক্ষর অনুষ্ঠানের পর আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রীর সম্মানে মোমেন একটি নৈশ্যভোজেরও আয়োজন করবেন।

 

২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সাথে সাক্ষাত করবেন ক্যাফিয়েরো।


- মা.ফা.

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video