তেলের দাম বাড়ানোর কারণে ফিলিং স্টেশন সাময়িক বন্ধ রাখায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে গাড়িচালক ও হেলপাররা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনার সাহারপাড় এলাকায় গতকাল শুক্রবার রাত ১২টার পর এ ঘটনা ঘটে।
আজ শনিবার সকালে গণমাধ্যমের কাছে খবরটি নিশ্চিত করেছে ইলিয়টগঞ্জ হাইওয়ে
পুলিশ ফাঁড়ি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জ্বালানি তেলের দাম বাড়ার খবরে রাতে সাহারপাড়
এলাকার মেসার্স হাইওয়ে ফিলিং স্টেশন তেল দেওয়া বন্ধ করে দেয়। রাত পৌনে ১২টার দিকে ওই
ফিলিং স্টেশনে বাস, ট্রাক ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন তেল নিতে লাইনে দাঁড়ায়। দীর্ঘ
লাইন দেখে তেল দেওয়া বন্ধ করে দেন ফিলিং স্টেশনের কর্মীরা।
এতে ক্ষুব্ধ হয়ে রাত ১২টার দিকে বাস, ট্রাক ও মোটরসাইকেল চালকরা সড়ক
অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফিলিং স্টেশনটির কর্মীদের তেল দিতে
নির্দেশ দেয়। তেল দেয়া শুরু হওয়ার আধা ঘণ্টা পর সড়ক থেকে সরে যায় বিক্ষোভকারীরা। এতে
যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে।
পুলিশ জানায়, ফিলিং স্টেশনে তেল দেওয়া বন্ধ করে দেওয়াতে সড়ক অবরোধ করে
পরিবহন চালকরা। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। তবে আগের দামেই, নাকি নতুন দামে তেল
বিক্রি হচ্ছে, সে-ব্যাপারে পুলিশ নিশ্চিত জানাতে পারেনি।
বর্তমানে এ সড়কে এখন যান চলাচল স্বাভাবিক আছে বলে জানা গেছে।
মন্তব্য করুন