চট্টগ্রাম শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

আইন-আদালত

স্বর্ণের বার চোরাচালান মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ড

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২২ আগস্ট ২২, ০২:২৯ অপরাহ্ন

২০১৫ সালের ২৩ জুন চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় একটি প্রাইভেট কারের তেলের ট্যাঙ্কি থেকে ১২০ পিস স্বর্ণের বার জব্দের ঘটনায় তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। ২১ আগষ্ট রবিবার রায় ঘোষণা করেন মহানগর দায়রা জজ বেগম জেবুননেছা।

 

একই রায়ে আদালত আসামীদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আসামিরা হলো মো. ফরুক, জাকির উদ্দিন মুন্না ও মো. জাহির। আসামি জাকির উদ্দিন মুন্না ও মো. জাহির জামিনে গিয়ে পলাতক রয়েছে। আর ফারুক রায় ঘোষণার সময় আদালতে হাজতে ছিল। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো.ফখরুদ্দিন চৌধুরী বলেন, ১৫ জন সাক্ষীর মধ্যে রাষ্ট্রপক্ষে ১১ জন সাক্ষ্য প্রদান করেন।

 

মামলায় উল্লেখ করা হয়েছে, আসামিরা আন্তর্জাতিক চোরাচালান দলের সদস্য। স্বর্ণের বারগুলো সরকারি শুল্ক ফাঁকি দিয়ে দুবাই থেকে চট্টগ্রামে আনা হয়েছিল। পরে এগুলো প্রাইভেট কারযোগে ঢাকায় নেওয়ার পথে পুলিশ স্বর্ণের বারসহ আসামিদের গ্রেপ্তার করে। ২০১৬ সালের ১৮ এপ্রিল চার্জশিট গঠন করে আসামিদের বিরুদ্ধে বিচার শুরু হয়। ১১ জনের সাক্ষ্য গ্রহন শেষে আদালত এই রায় দিয়েছেন।

- মা.সো

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video