চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আইন-আদালত

নির্বাচন বাতিল চেয়ে দায়ের করা মামলায় বিএনপি চট্টগ্রাম মহানগরের সাবেক আহ্বায়ক ডা. শাহদাত হোসেন’কে মেয়র ঘোষণা করে চট্টগ্রাম আদালত।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহদাত হোসেন

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৪ অক্টোবর ০২, ১১:০৮ পূর্বাহ্ন

বিএনপি চট্টগ্রাম মহানগরের সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন হচ্ছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র। নির্বাচন বাতিল চেয়ে দায়ের করা মামলায় চট্টগ্রাম নগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহদাত হোসেনকে মেয়র ঘোষণা করে চট্টগ্রাম আদালত।

 

মঙ্গলবার দুপুরে নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমীনের আদালত এই রায় দেন। একইসঙ্গে ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আরশাদ হোসেন আসাদ উপস্থিত ছিলেন তবে বিবাদীদের পক্ষে আদালতে কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না।

 

রায় ঘোষণার পর ডা. শাহাদাত হোসেন তার প্রতিক্রিয়ায় বলেন, জালিয়াতির মাধ্যমে আমাকে অবৈধভাবে হারানো হয়েছিল। নির্বাচনে যারা সেদিন ভোট দিতে পারেননি এই রায়ের মাধ্যমে তারাও খুশী হয়েছেন।

 

উল্লেখ্য ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামীলীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরী ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়রপ্রার্থী ডা. শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীকে পান ৫২ হাজার ৪৮৯ ভোট। পরে একই সালের ২৪ ফেব্রুয়ারি চসিক নির্বাচনে কারচুপি হয়েছে মর্মে ও ফল বাতিল চেয়ে নির্বাচন কমিশনারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। মামলায় বিবাদি করা হয়েছিল চসিকের সাবেক মেয়র এম রেজাউল করিম চৌধুরী, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান, নির্বাচন কমিশনারের সচিব, প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য মেয়র প্রাথীদের। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, নৌকা প্রতীক পাওয়ার পর থেকে চসিক কর্মকর্তারা রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ শুরু করেন। এ থেকে বোঝা যায় নির্বাচনের নামে ওইদিন শুধু আনুষ্ঠানিকতা হয়েছে।


- মা.ফা.

 

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video