চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

আইন-আদালত

অভিযোগে বলা হয়, এমপির স্ত্রী শাহেদা বেগম সরকারি জমি, চিংড়ি ঘের, জলমহাল দখল ও অবৈধভাবে বালু উত্তোলনসহ নানা মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন।

এমপি জাফর আলম ও তার পরিবারকে দুদকের জিজ্ঞাসাবাদ

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২২ সেপ্টেম্বর ২১, ০১:০৭ অপরাহ্ন

স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব দিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) জিজ্ঞাসাবাদ করে চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য এবং চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম, তার স্ত্রী শাহেদা বেগম ও তাদের দুই সন্তানকে।

 

২০ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২টার দিকে দুদকের কক্সবাজার কার্যালয়ে পরিবার-সহ উপস্থিত হন এমপি জাফর আলম। দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদে এমপি জাফর আলম সোয়া ২ ঘণ্টা অবস্থানের পর বের হয়ে গেলেও স্ত্রী শাহেদা বেগম ও দুই সন্তান ছিলেন সাড়ে ৩টা পর্যন্ত।

 

এমপি জাফর আলম দুদক কার্যালয় থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় উপস্থিত মিডিয়াকর্মীদের উদ্দেশ্যে বলেন, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। এর বাইরে তিনি আর কোনো কথা বলতে রাজি হননি। জিজ্ঞাসাবাদের পর এমপির পুত্র তানভীর আহমেদ সিদ্দিকী তুহিন সাংবাদিকদের এ বিষয়ে জানান, আমার বাবা কক্সবাজারের কিছু উন্নয়ন প্রকল্পে দুর্নীতির বিষয়ে গণমাধ্যমে কিছু কথা বলেছিলেন। এতে একটি শক্তিশালী ও সংঘবদ্ধ চক্র বাবার ওপর ক্ষুব্ধ হয়ে দুদকে মিথ্যা অভিযোগ দিয়েছেন। আমরা দুদক কার্যালয়ে এসে সমস্ত ডকুমেন্ট জমা দিয়েছি। শেষ পর্যন্ত বাবার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে।

 

গত ২৪ আগস্ট দুদক কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিনের স্বাক্ষরে আলাদা পত্রের মাধ্যমে সংসদ সদস্য জাফর আলম ও তার পরিবারকে স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব দিতে জিজ্ঞাসাবাদের জন্য দুদকে হাজির হতে বলা হয়। নোটিশে গত ৪ সেপ্টেম্বর তাদের দুদক কার্যালয়ে হাজির হতে বলা হলেও সেদিন এমপি জাফর আলম চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সম্মেলন নিয়ে ব্যস্ত থাকায় দুদকের কার্যালয়ে হাজিরা দিতে পারেননি। দুদকের নোটিশে তাদের এনআইডি কার্ড, পাসপোর্ট, আয়কর রিটার্নের কপি, ব্যাংক হিসাব বিবরণী, স্থাবর-অস্থাবর সম্পদের ক্রয়-বিক্রয়ের দলিল এবং তাদের ওপর নির্ভরশীলদের আয়ের বিবরণীসহ সংশ্লিষ্ট কাগজপত্র নিয়ে আসতে বলা হয়।

 

অভিযোগে বলা হয়, এমপির স্ত্রী শাহেদা বেগম সরকারি জমি, চিংড়ি ঘের, জলমহাল দখল ও অবৈধভাবে বালু উত্তোলনসহ নানা মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন।

 

দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বলেন, ২০ সেপ্টেম্বর এমপি জাফর আলম ও তার পরিবারের সদস্যরা সশরীরে দুদক কার্যালয়ে এসে কাগজপত্র জমা দিয়েছেন। তারা যে কাগজপত্র জমা দিয়েছেন তা যাচাই-বাছাই ও অনুসন্ধান করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


- মা.ফা

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video