ছয় মাসের প্রায় ১ কোটি ২৯ লাখ ৪৫ হাজার টাকা বিল বকেয়া থাকায়
চট্টগ্রাম মেডিকেল কলেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন
বোর্ড। বারবার নোটিশ দেওয়া সত্বেও বিল পরিশোধ না করায় সকালে বিদ্যুৎ সংযোগ
বিচ্ছিন্ন করা হয়। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
২৪ জুন সোমবার সকালে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়ে
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের প্রধান প্রকৌশলী রেজাউল করিম জানান,
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ৬ মাসের বিল প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা এবং
কলেজের মিটারে বকেয়া রয়েছে প্রায় ৬০ লাখ টাকা। তাই শুধু একাডেমিক ভবনের বিদ্যুৎ
সংযোগ বিচ্ছিন্ন করেছি। কিন্তু ছাত্রাবাসে এখনো বিদ্যুৎ আছে। বিদ্যুৎ সংযোগ
বিচ্ছিন্ন করে দেওয়ায় কলেজের প্রশাসনিক ভবন, দুটি হোস্টেল, ভেনম রিসার্চ সেন্টার,
ফরেনসিক ভবন, লাইব্রেরি বিদ্যুৎবিহীন রয়েছে। যেহেতু হাসপাতালে হাজার হাজার রোগী ভর্তি রয়েছে তাই
হাসপাতালের সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। তবে বকেয়া বিলের বিষয়ে প্রতিষ্ঠান প্রধানকে
জানানো হলেও চমেক কর্তৃপক্ষ কোন যোগাযোগ করেনি।
বিদ্যুৎ বিচ্ছিন্নের বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেন আক্তার জানান, গত অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত বিল পরিশোধ করা হয়েছিল। এর পরের ৬ মাসের বিলের বাজেট না থাকায় পরিশোধ করা সম্ভব হয়নি। বরাদ্দ না পেলে আমরা কীভাবে বিল পরিশোধ করবো? বরাদ্দের জন্য বারবার মন্ত্রণালয় ও অধিদপ্তরে চিঠি পাঠিয়েছি। টাকা পেলেই বকেয়া বিল পরিশোধ করবো আমরা। এবিষয়ে ডা. সাহেন আক্তার আরো জানান, বিদ্যুৎ বিচ্ছিন্নের কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে ভেনম রিসার্চ সেন্টার। সেখানে থাকা প্রায় ৩৫০টি সাপ মারা যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষিত সাপের বিষও নষ্ট হতে পারে।
- মা.ফা.