বনফুল এন্ড কোং-এর
সাথে স্বাস্থ্যসেবা সংক্রান্ত কর্পোরেট চুক্তি স্বাক্ষর করেছে বন্দরনগরীর একমাত্র
আইএসও: ১৫১৮৯ অ্যাক্রিডিটেশন প্রাপ্ত ল্যাব এপিক হেলথ কেয়ার।
চুক্তি অনুষ্ঠানে
বনফুল এন্ড কোং-এর পক্ষে স্বাক্ষর করেন ম্যানেজিং ডিরেক্টর মো. ওয়াহিদুল ইসলাম এবং
এপিক হেলথ কেয়ারের পক্ষে এক্সিকিউটিভ ডিরেক্টর (সেলস এন্ড মার্কেটিং) টি এম হান্নান
।
এসময় উপস্থিত
ছিলেন এপিক হেলথ কেয়ারের বিজনেস ডেভেলপমেন্ট ডাইরেক্টর মো. জসিম উদ্দিন, এজিএম (সেলস
এন্ড মাকেটিং) মো. আমিরুল ইসলাম, এজিএম (সেলস এন্ড মাকেটিং) সুমন রঞ্জন ভৌমিক, এ্যাসিস্ট্যান্ট
ম্যানেজার (কর্পোরেট বিজনেস অ্যান্ড ব্র্যান্ড) সাইফুল ইসলাম এবং বনফুল এন্ড কোং-এর
পক্ষে জিএম মো. আমানুল আলম, ডিজিএম (একাউন্টস এন্ড ফিন্যান্স) মোহাম্মদ রিদওয়ান রুবেল
প্রমুখ।
এ চুক্তির ফলে বনফুল এন্ড কোং-এর কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারবর্গ এপিক হেলথ কেয়ারের সকল সেবায় বিশেষ সুবিধা লাভ করবেন।
- মা.সো.