প্রসূতি মা ও নবজাতকদের সুরক্ষায় হাইজিন উপকরণ বিতরণ

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২৩ Jun ২৬, ০৬:২০ অপরাহ্ন

চট্টগ্রামে জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে প্রসূতি মা ও নবজাতকদের সুরক্ষায় হাইজিন উপকরণ বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম।

 

২৫ জুন রবিবার হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত হাইজিন উপকরণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী আসলাম খান, জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের চীফ মেডিক্যাল অফিসার ডা. রোজী দত্ত।

 

এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য মো. ইসমাইল হক চৌধুরী ফয়সাল, জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের ইনচার্জ মো. সেলিম রহমান, চট্টগ্রাম জেলা ক্রিসেন্ট ইউনিটের ইউএলও আবদুল মান্নান, হাসপাতালের চীফ এডমিন অফিসার মো. আশরাফ উদ-দৌলা সুজন, নার্সিং ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মর্জিনা আক্তার ও অন্যান্য।

 

হাইজিন কিট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল চট্টগ্রামের একটি আদি ও স্বনামধন্য অলাভজনক হাসপাতাল, যেখানে নামমাত্র খরচে সকল শ্রেণির রোগীদের সেবা প্রদান করা হয়। আমরা কম খরচের মধ্যে চেষ্টা করছি চট্টগ্রামের বাণিজ্যিকভাবে চলমান হাসপাতালগুলোর সমমানের চিকিৎসা সেবা প্রদান করতে। তারই আলোকে জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের আন্তঃবিভাগে ভর্তি সকল রোগীদের স্বাস্থ্য-সুরক্ষা বৃদ্ধি ও হাইজিন শতভাগ বজায় রাখার জন্য আমরা এই উপকরণগুলো নিশ্চিত করছি। প্রসূতি মা ও নবজাতকদের হাসপাতালে অবস্থানকালীন হাইজিন মেনে চললে তাড়াতাড়ি সুস্থ হয়ে হাসপাতাল হতে নিজ বাসায় সন্তুষ্টি নিয়ে ফিরে যেতে পারবে।


- মা.ফা.

 

 


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework