গত ২৪ ঘণ্টায় দেশে ৩৫ জনের শরীরে করোনা ভাইরাস সংক্রমণ পাওয়া গেছে। ২৩ জানুয়ারি সোমবার সকালে স্বাস্থ্য অধিদপ্তর জানান, ৪০৬ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জনের শরীরে করোনা ভাইরাস সংক্রমণ পাওয়া যায়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৮ দশমকি ৬২ শতাংশ। এতে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৮১ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ২০১ জন।
- মা.ফা