মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২৪ অক্টোবর ০৭, ১১:০৭ পূর্বাহ্ন

চট্টগ্রামের মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চলে চাকুরী স্থায়ীকরণের দাবিতে কর্ম বিরতি দিয়ে কারখানার সামনে বিক্ষোভ সমাবেশ করেছে এশিয়ান পেইন্টসের কর্মচারিরা। রবিবার ৬ অক্টোবর সকালে মিরসরাই অর্থনৈতক অঞ্চলে অবস্থিত এশিয়ান পেইন্টস কারখানার সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বিক্ষোভকারীরা ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ডে তাদের দাবি-দাওয়ার কথা জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

 

দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়ে সমাবেশে বক্তারা বলেন, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে এশিয়ান পেইন্টস্ কারখানার শুরু থেকে আমরা কাজ করে আসছি। কিন্তু স্থানীয় বাসিন্দা বলে গত তিন বছরেও আমাদের চাকুরী স্থায়ীকরণ না করে উল্টো তৃতীয়পক্ষের মাধ্যমে বহিরাগত লোক এনে অনভিজ্ঞদের নিয়োগ দিচ্ছে। অথচ এই অর্থনৈতিক অঞ্চলের জন্য জমি দিয়েছে আমাদের বাপ-দাদারা। এছাড়াও কোন প্রকার নোটিশ ছাড়াই আমাদেরকে ছাঁটাই করা হচ্ছে। ফলে আমরা পরিবার-পরিজন নিয়ে চরম হতাশার মধ্যে আছি। আমাদের দাবি, চাকরি স্থায়ীকরণ করতে হবে। যতদিন আমাদের দাবি মেনে নেয়া না হবে, ততদিন আমরা কর্মবিরতি দিয়ে মাঠে থাকবো। পরে স্থানীয় সাংবাদিকরা কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাইলে তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।


- মিরসরাই প্রতিনিধি


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework