ক্রীড়াক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন ২০২২ সালের স্বাধীনতা সম্মাননা পদকে ভূষিত হলেন নজরুল ইসলাম লেদু। ৩১ মার্চ বিকেলে চসিক কে.বি আবদুস সাত্তার মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর কাছ থেকে সম্মাননা পদক গ্রহণ করেন তিনি।
নজরুল ইসলাম লেদু ১৯৭৩ সালে দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে খেলা শুরু করে দর্পন ক্লাব, আগ্রাবাদ কমরেড ক্লাব, বিসিআইসি ক্রীড়া সংসদ, চট্টগ্রাম পৌরসভা একাদশ, আজাদ স্পোর্টিং ক্লাব, ঢাকা ও চট্টগ্রাম জেলা দলের হয়ে দীর্ঘদিন খেলার পর ১৯৮৬ সালে অবসর গ্রহণ করেন।
১৯৮৩ সালে ফুটবল প্রশিক্ষক জীবন শুরু করে ১৯৮৭ সালে ফিফা-কোকাকোলা যুব ফুটবল প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি, ঢাকা ১৯৯০ সালে অলিম্পিক সলিডারিটি ফুটবল প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি, ঢাকা ১৯৯১ সালে অলিম্পিক সলিডারিটি স্পোর্টস লিডারশিপ কোর্স, চট্টগ্রাম, ১৯৯২ সালে বাংলাদেশ স্পোর্টস মেডিসিন কোর্স, ঢাকা ও ১৯৯৩ সালে অলিম্পিক সলিডারিটি এশিয়ান ফুটবল কোচেস কোর্স, মিয়ানমারে অংশগ্রহণ করে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।
প্রশিক্ষক জীবনে ফকিরাপুল ইয়ংম্যানস ক্লাব, চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব, চট্টগ্রাম আবাহনী লিমিটেড, চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ, চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন, চট্টগ্রাম মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র, চট্টগ্রাম কোয়ালিটি স্পোর্টস ক্লাব, চট্টগ্রাম রাইজিং স্টার ক্লাব, রাঙামাটি মোহামেডান স্পোর্টিং ক্লাব, চট্টগ্রাম জেলা যুব ফুটবল দল, চট্টগ্রাম জেলা ফুটবল দল, চট্টগ্রাম বিভাগীয় ফুটবল দল সহ বিভিন্ন দলের প্রশিক্ষক হিসেবে দক্ষতা ও কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেন।
প্রশিক্ষক জীবনের ৪১ বছরে পদার্পণের পাশাপাশি তিনি দক্ষতার সাথে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক, চট্টগ্রাম বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, চট্টগ্রাম লিটল ব্রাদার্সের সভাপতি, চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন এর সহ-সভাপতি ও ক্রীড়া সংগঠকের দায়িত্ব পালন করে যাচ্ছেন।
- তথ্য ও ছবি চসিক
- ই.হো / জা.হো.ম