সন্দ্বীপে এ.কে একাডেমী, গাছুয়া উচ্চ বিদ্যালয়ে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২২ নভেম্বর ০৫, ১২:৫৭ অপরাহ্ন

 

প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে ও ব্যবস্হাপনায় সন্দ্বীপের ঐতিহ্যবাহী বিদ্যালয় এ. কে একাডেমী, গাছুয়ায় শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। স্কুলের প্রাক্তন ছাত্র (ব্যাচ-১৯৯২) ইউএস প্রবাসী মোশাররফ হোসেনের পৃষ্ঠপোষকতায় এ.কে একাডেমী, গাছুয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণী হতে দশম শ্রেণী পর্যন্ত প্রতি শ্রেণী হতে ২০জন করে মোট ১০০জন শিক্ষার্থী এই মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করে।



 

৩ নভেম্বর বৃহষ্পতিবার সকালে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে MCQ পদ্ধতি ২০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ.কে একাডেমী, গাছুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক মন্ডলী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের কর্মকর্তাদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত পরীক্ষা শেষে মেধা বৃত্তি পরীক্ষায় কৃতকার্য

শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।

 

মেধা বৃত্তি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীরা হলো-  

৬ষ্ঠ শ্রেণী : সিফাত আল হোসাইন, মোবারক হোসেন রিজভী, আবিদ আল আজমীর ও মিফতাহুল জান্নাত।

৭ম শ্রেণী : রাজিয়া সুলতানা আজমি, মনজুরুল ইসলাম নিশান, সানজিদুল কারিম ও আনিসা ফাতেমা।

৮ম শ্রেণী : তাওহিদুল ইসলাম, তানজিদুল ইসলাম, মুশফিক মুনিরা জাহান ও তাফান্নুর আলম আরিসা।

৯ম শ্রেণী : মাসরিকা সালেকিন মুনতাহা, সাদেকুল ইসলাম, তৌহিদুর রহমান সাজিদ ও মোমেনা আফরোজ।

১০ম শ্রেণী : মোবারক হোসেন সিয়াম, শওকত জাহান, হাবিবুর রহমান ও হৃদয় দাস।


- মা.ফা

 

 


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework