মেধাবী শিক্ষার্থীদের এ.এফ মজিবুর রহমান ফাউন্ডেশন গোল্ড-মেডেল এওয়ার্ড প্রদান


প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২২ নভেম্বর ১০, ১১:৫৬ পূর্বাহ্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের এ.এফ মজিবুর রহমান ফাউন্ডেশন এওয়ার্ড প্রদান করা হয়েছে। এ.এফ মজিবুর রহমান ফাউন্ডেশন কর্তৃক ১০ম বারের মত আয়োজিত এ অনুষ্ঠানে গণিত বিভাগের ১০ জন মেধাবী শিক্ষার্থীকে গোল্ড-মেডেল এওয়ার্ড প্রদান করা হয়।

  

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের উদ্যোগে ৯ নভেম্বর বুধবার সকালে চবি ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে আয়োজিত এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেরস ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান ও এ.এফ মজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি এম নুরুল আলম।

 

গণিত বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আমান উল্লাহর সভাপতিত্বে ও প্রফেসর ড. এইচ.এম ফারুক আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. রাশেদ মোস্তফা, মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম ও গণিত বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. নুরুন নাহার বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গনিত বিভাগের প্রফেসর ড. আমান উল্লাহ।

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মেধাবী শিক্ষার্থীদের গোল্ড-মেডেল এওয়ার্ড প্রদান করায় এ.এফ মজিবুর রহমান ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে উপাচার্য বলেন, এ ধরণের এওয়ার্ড শিক্ষার্থীদের লেখাপড়ায় অধিকতর মনোযোগী হতে উৎসাহিত করবে। মেধার স্বীকৃতি স্বরূপ যারা গোল্ড-মেডেল এওয়ার্ড লাভ করেছে তাদের অভিনন্দন জানান তিনি।

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত ও অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ, গণিত বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


- মা.ফা


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework