মহান স্বাধীনতা
দিবস উদযাপন উপলক্ষে মিরসরাইয়ের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জে.বি. শিশু কানন ও জোরারগঞ্জ
বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২০
মার্চ সোমবার সন্ধ্যায় বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব, মুক্তিযুদ্ধ
বিষয়ক নাটক, গান, নৃত্য, আবৃত্তি ও কথামালার এই প্রাণবন্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন।
বিদ্যালয় পরিচালনা
কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মকছুদ আহম্মদ চৌধুরীর সভাপতিত্বে এবং সহকারী
প্রধান শিক্ষক সুভাষ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের
প্রধান শিক্ষক তুষার কান্তি বড়ুয়া। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের
সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক এ.কে.এম. জাহাঙ্গীর ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক
শিক্ষা কর্মকর্তা মো. হুমায়ুন কবির খান, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল
করিম মাষ্টার, জোরারগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মাঈন উদ্দিন, মহাজনহাট ফজলুল রহমান স্কুল
এন্ড কলেজের অধ্যক্ষ সোহরাব হোসেন, বেসিক ব্যাংক জোরারগঞ্জ শাখার ব্যবস্থাপক সাখাওয়াত
হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মিয়া মোহাম্মদ নুরুল হুদা, বাবুল সেন, প্রসার
কান্তি বড়ুয়া ও কামাল উদ্দিন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক, গান, নৃত্য, আবৃত্তি ও ফ্যাশন শো পরিবেশন করা হয় এবং পিঠা উৎসবেরও আয়োজন করা হয়।
- নাছির উদ্দিন/মিরসরাই