বৈশ্বিক আদিবাসী গোষ্ঠী নিয়ে ইডিইউ তে মেরাকির এবারের আয়োজন

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৩ আগস্ট ২৪, ০১:৫৬ অপরাহ্ন

প্রতি সেমিস্টারের ন্যায় ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ) তে সামার-২৩ সেশনে অনুষ্ঠিত হলো মেরাকি- সিজন ১৪। ‘ট্রাইবাল ক্যালেইডোস্কোপ’ থিম নিয়ে সাজানো হয়েছে ইডিইউ অ্যাক্সেস অ্যাকাডেমির এবারের কোর্সওয়ার্ক ‘মেরাকি’। বিশেষ এই কোর্সওয়ার্কে অংশ নিতে ত্রিশটি দলে ভাগ হয়ে ৩০ টি বৈশ্বিক আদিবাসী গোষ্ঠীকে প্রতিনিধিত্ব করেছে প্রথম বর্ষে অধ্যায়নরত শিক্ষার্থীরা। তার মাঝে কিছু উল্লেখযোগ্য হলো, পেনেন, নেনেটস, আইনু, মাসাই, আসানিংকা, হিম্বা, ডোগোন, মাওরি, নাহুয়াস প্রমুখ।

 

২৩ শে আগস্ট বুধবার সকালে ‘মেরাকি’ উদ্বোধন করেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান। এসময় তিনি প্রতিটি দলের জন্য নির্ধারিত স্টলগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেন। ইডিইউ তে ভিন্নধারার এমন বিশেষ কোর্সওয়ার্ক নিয়ে তিনি বলেন, মেরাকির মাধ্যমে যুগে যুগে বিবর্তিত হওয়া মানবসভ্যতা সম্বন্ধে শিক্ষার্থীরা জানতে পারছে। এই আহরিত জ্ঞান তাদের যেমন মানবগোষ্ঠীর প্রতি সহমর্মিতা বৃদ্ধিতে সহায়তা করবে, ঠিক তেমনি কীভাবে বিভিন্ন জাতিগোষ্ঠী প্রতিকূল সময়ে নতুন কৌশল আয়ত্ত করে জীবন ধারণ করেছে তা সম্বন্ধে তারা শিখতে পারবে।

 

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের নির্ধারিত জাতিগোষ্ঠীগুলোর খাবার, সাজ-পোশাক থেকে শুরু করে ঐতিহ্য, সংস্কৃতি ও জাতিগত পরিচিতির উপাদানগুলোর পসরা সাজিয়ে স্টলগুলো রাঙিয়ে তোলে। বেস্ট ডেকোরেশন, বেস্ট কস্টিউম এবং বেস্ট প্রেজেন্টেশন- এই তিনটি ক্যাটাগরিতে শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হন টিম ইনুইট, টিম যুলু, এবং টিম সামোআন।


- ই.হো.


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework