গবেষণা কার্যক্রমকে
উৎসাহ প্রদান, চট্টগ্রাম বিভাগ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণাকর্ম উপস্থাপনের
লক্ষ্যে এবং ড. জামাল নজরুল ইসলামের ৮৪ তম জন্মদিন উপলক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে
প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘চট্টগ্রাম রিসার্চ ফেস্টিভ্যাল’ শীর্ষক গবেষণা,
উদ্ভাবন ও প্রকাশনা মেলা। ‘গবেষণা ও উদ্ভাবনে আগামীর চট্টগ্রাম’ প্রতিপাদ্যকে
ধারণ করে যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করে জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা
কেন্দ্র এবং চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ এন্ড হায়ার স্টাডি সোসাইটি (সিইউআরএইচএস)।
আজ ২৭ ফেব্রুয়ারি
সোমবার সকালে চবি শহীদ মিনার প্রাঙ্গনে এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি
হিসেবে উপস্থিত থেকে ফেস্টিভ্যাল উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার
দে ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান। জামাল নজরুল ইসলাম গণিত
ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক ও গবেষণা মেলার সমন্বয়ক প্রফেসর ড. অঞ্জন কুমার
চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক
অধ্যাপক, গবেষক ও বিজ্ঞানী ড. মোহাম্মদ কায়কোবাদ।
অনুষ্ঠানে স্বাগত
বক্তব্য রাখেন সিইউআরএইচএস-এর মডারেটর গবেষণা মেলার পরিচালক প্রফেসর ড. আদনান মান্নান
এবং ড. জামাল নজরুল ইসলামের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন তাঁর কন্যা সাদাফ সিদ্দিকী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের
সাবেক পরিচালক প্রফেসর ড. মো. আবুল মনসুর চৌধুরী ও গবেষণা মেলার সদস্য-সচিব চবি ভূগোল
ও পরিবেশবিদ্যা বিভাগের প্রফেসর ড. অলক পাল। এছাড়াও গবেষণা মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন
বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের স্বনামধন্য গবেষকবৃন্দ বক্তব্য রাখেন।
জ্ঞান ভিত্তিক
সমাজ বিনির্মাণে এ ধরণের গবেষণা মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে মর্মে আশাবাদ
ব্যক্ত করে প্রধান অতিথি বলেন, প্রখ্যাত বিজ্ঞানী প্রফেসর ড. জামাল নজরুল ইসলামের ৮৪তম
জন্মদিন উপলক্ষে চবি জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্র ও চিটাগাং
ইউনিভার্সিটি রিসার্চ এন্ড হায়ার স্টাডি সোসাইটির যৌথ উদ্যোগে গবেষকদের গবেষণাকর্ম
উপস্থাপনের জন্য যে ফেস্টিভ্যালের আয়োজন করেছে তা অত্যন্ত প্রশংসনীয়। এতে গবেষকবৃন্দ
যেমন তাঁদের গবেষণাকর্ম উপস্থাপনের সুযোগ লাভ করছেন অন্যদিকে তরুণ শিক্ষক-গবেষক এবং
শিক্ষার্থীদের মধ্যেও গবেষণা সম্পর্কে আগ্রহের সৃষ্টি হচ্ছে। তিনি ফেস্টিভ্যালের সার্বিক
সাফল্য কামনা করেন।
আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিলভিয়া নাজনীন। গবেষণা মেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৭টি অনুষদের ৫০টি বিভাগ, ৪০টি ল্যাব ও গবেষণা গ্রুপ এবং চট্টগ্রামের ২০টির অধিক বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। মেলাতে সর্বমোট ১০৩টি স্টলে গবেষণাকর্ম উপস্থাপন করা হয়।
- অ.হো.