দেশকে উন্নয়ন
ও অগ্রগতির দিকে নিয়ে যেতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। পৃথিবীর যে সকল দেশ উন্নতির
শিখরে পৌঁছেছে তার পেছনে বড় অবদান ছিল শিক্ষা। চট্টগ্রাম নগরীর পাহাড়তলি কলেজে এইচএসসি
পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর
মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী এ মন্তব্য করেন।
২৫ জুন মঙ্গলবার
দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
পাহাড়তলী কলেজ গভর্নিং বডির সভাপতি ও বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত মহাপরিচালক
সুশীল কুমার হালদার। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী।
রাশেদ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ শ্যামল কান্তি
মজুমদার।
মেয়র বলেন, নতুন প্রজম্মকে মান সম্মত শিক্ষা প্রদান করে তাদেরকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। একইসাথে কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিতে শিক্ষক অভিভাবকসহ সকলের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, স্বাধীনতার বহু বছর পরও আমরা জাতিকে পুরোপুরি শিক্ষিত করতে পারিনি। অথচ আমাদের পরে অনেক দেশ স্বাধীনতা লাভ করে শিক্ষার হার আমাদের তুলনায় অনেক বেশী অর্জন করেছে। তিনি শিক্ষার হার বৃদ্ধি ও মানসম্মত শিক্ষা প্রদানে সকলকে আরো অধিক দায়িত্বশীল হওয়ার আহবান জানান।
- মা.ফা.