বাংলা শিক্ষার আলোকবর্তিকা হিসেবে খ্যাত ১৭৮ বছরের পুরনো পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক, অভিভাবক, প্রাক্তন ছাত্র-ছাত্রীসহ কর্মচারীবৃন্দ। আজ রবিবার সকালে প্রাশিপ সভাপতি ডা. সৈয়দ সাইফুল ইসলামের সভাপতিত্বে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে পটিয়া মডেল হাই স্কুল গেইটের সামনে আয়োজিত মানব বন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, মধ্যযুগের অমর পুঁথি গবেষক মুন্সি আবদুল করিম সাহিত্যবিশারদ, জে এম সেন হলের প্রতিষ্ঠাতা যাত্রা মোহন সেন, মুক্তমনা লেখক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষক অধ্যাপক ড. আহমদ শরীফ, বাংলার মুসলমানদের মধ্যে গণিতে প্রথম ডক্টরেট আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গণিতবিদ ড. আতাউল হাকিম, আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুসহ অসংখ্য গুণী ব্যক্তিত্বের স্মৃতি বিজড়িত, পটিয়া মহকুমা তথা দক্ষিণ চট্টগ্রামে। এসময় পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাস্টার চন্দন কান্তি নাথ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও পটিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি আলমগীর আলম, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনিল কুমার বড়ুয়া, মুক্তিযুদ্ধা গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামীলীগের সদস্য শৈবাল বড়ুয়া, বিদ্যালয়ের দাতা সদস্য দেবাশীষ দাশ, উপজেলা সিপিবি সভাপতি অলক দাশ, নজরুল ইসলাম, মাস্টার শ্যামল দে, পটিয়া পৌরসভা বিএনপি নেতা মোহাম্মদ নজরুল ইসলাম, পৌরসভা যুবলীগ সভাপতি নুরুল আলম সিদ্দিকী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আহমদ কবির, আরফ আলী চৌধুরী, নজরুল ইসলাম বিপ্লব, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, আবদুল হাফেজ, লিটন চৌধুরী, রুমা চক্রবর্ত্তী, প্রাশিপ সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ দাশ, প্রাশিপ সদস্য সাজ্জাদ সুমন, সাংবাদিক আহমদ উল্লাহ, রবিন দাশ, রুবেল দাশ বাবু, রাফিউল আকরাম আলভী, তৌহিদুর রহমান আরফাত, সাকিব ই মাহমুদ, মারুফ আলম, শিবু মল্লিক প্রমুখ। সমাবেশে বক্তারা আরো বলেন,পটিয়াতে হাই স্কুল জাতীয়করণের কোন উদ্যোগ নেওয়া হলে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ই এর যোগ্য দাবিদার। শিক্ষার মান ও পরীক্ষার ফলাফলের দিক থেকেও আশেপাশের অন্য হাইস্কুলগুলো গত ১০ বছরে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ধারেকাছেও নেই বলে দাবি করা হয়। তাই অবিলম্বে প্রাচীন এই শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করার দাবী জানান। বক্তারা পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ঐতিহাসিক পটভূমি তুলে ধরে বলেন,পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় দক্ষিণ চট্টগ্রামের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ১৮৪৫ সালে প্রতিষ্টিত হয়। দক্ষিণ চট্টগ্রামে বাংলা তথা ইংরেজি শিক্ষার প্রসারে ভূমিকা রেখেছে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়। পটিয়ায় প্রথম ডিগ্রি কলেজ (বর্তমানে পটিয়া সরকারি কলেজ)
প্রতিষ্ঠার পেছনেও পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং কলেজ প্রতিষ্ঠার জন্য আড়াই একর জায়গাটি পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে দানকৃত বলে বক্তারা বলেন। পরবর্তীতে ১৯৭৮ সালে কলেজটি সরকারিকরণ হয়। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠেই (পটিয়া স্কুলের মাঠ খ্যাত) ১৯৪৩ সালে ভারতের পন্ডিত জওহরলাল নেহেরু জনসভায় বক্তব্য রেখেছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ১৯৭০ এবং ৭৩ সালে দু’বার পটিয়া স্কুলের মাঠে লক্ষাধিক লোকের জনসভায় বক্তব্য রেখেছিলেন। একইভাবে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ১৯৯৬ সালে এবং ২০১৮ সালের ২০ মার্চ এই মাঠেই ভাষণ দিয়েছিলেন। সমাবেশে এ ধরণের শত শত ঐতিহাসিক কার্যক্রমে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভূমিকা তুলে ধরা হয়।
-তথ্য ও ছবি পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়
- মা.ফা/জা.হো.ম